শিরোনামঃ-

» ‘একটি পরিকল্পিত স্মার্ট সিটির জন্য সম্মিলিতভাবে নৌকায় ভোট দিন’

প্রকাশিত: ১৫. জুন. ২০২৩ | বৃহস্পতিবার

ডেস্ক নিউজঃ

২১জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকায় মহানগরীর সর্বস্তরের নাগরিককে স্বাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক নৌকায় ভোট দিতে অনুরোধ জানিয়েছেন সিলেটের সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে এগারোটায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে সমবেত হয়ে নৌকার পক্ষে প্রচারণায় নামেন সিলেটের সংস্কৃতিকর্মীবৃন্দ।

সাংস্কৃতিক নেতৃবৃন্দের মধ্যে এসময়ে উপস্থিত ছিলেন, সিলেটের বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, বিশিষ্ট বাচিক শিল্পী মোকাদ্দেস বাবুল, সাংস্কৃতিক সংগঠক আল আজাদ, ডা. নাজেরা চৌধুরী, শামসুল আলম সেলিম, গৌতম চক্রবর্তী, রজত কান্তি গুপ্ত, বিপ্লব শ্যাম পুরকায়স্থ সুমন সুমন, হুমায়ুন কবীর জুয়েল, আবিদ ফয়সাল, মোস্তাক আহমেদ, সিরাজ উদ্দিন শিরুল, এখলাছ আহমদ তন্ময়, সাইফুর রহমান চৌধুরী সুমন, দূর্জয় পুরকায়স্থ, ধ্রুবজ্যোতি দে, সৈয়দ সাইমুম আনজুম ইভান, নিপেন্দ্র তালুকদার প্রমুখ।

সাংস্কৃতিক নেতৃবৃন্দ পরবর্তীতে তিনটি ভাগে বিভক্ত হয়ে নৌকার পক্ষে প্রচারণায় নামেন।

কেনো নৌকায় তারা ভোট চাইছেন এই সংক্রান্ত কিছু বক্তব্য লিফলেটে তুলে ধরেন তারা। তারা বলেন, পরিকল্পিত উন্নয়ন অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে উদার সলস্কৃতিমনা আগামী প্রজন্ম গড়ে তোলা বর্তমান সময়ে আমাদের নৈতিক দায়িত্ব।তাঁরা আরোও বলেন,আমাদের মূল যে লক্ষ্য – মুক্তিযুদ্ধের চেতনা ধারার স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, সেই লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে স্বাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক নৌকার পক্ষে মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে ভোট দিতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান।

আজ বৃহস্পতিবার থেকে প্রতিদিন কয়েকটি দলে বিভক্ত হয়ে নৌকার পক্ষে সিলেটের সংস্কৃতিকর্মীবৃন্দ কাজ করবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031