শিরোনামঃ-

» ২০২০ সালে আফ্রিকার ৬ দেশ ম্যালেরিয়া মুক্ত হতে পারে

প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ২০২০ সালের মধ্যে আফ্রিকার ৬টি দেশ ম্যালেরিয়া মুক্ত হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানায়, এসব দেশে ম্যালেরিয়ার সবচেয়ে বেশি বিস্তার ঘটেছে ।
দেশ ৬টি মধ্যে আলজেরিয়া, বোতসয়ানা, কেপ ভার্দে, কমরোস, দক্ষিণ আফ্রিকা ও সোয়াজিল্যান্ড রয়েছে।
ম্যালেরিয়ার বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৬-২০৩০ কর্মসূচির অন্যতম লক্ষ্য হচ্ছে এ দশকের শেষ নাগাদ কমপক্ষে দশটি দেশ থেকে ম্যালেরিয়া রোগ নির্মূল করা।
জেনেভা ভিত্তিক এ সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, ‘ডব্লিউএইচও মনে করে আফ্রিকা অঞ্চলের ৬টি দেশসহ ২১টি এই লক্ষ্য অর্জনের পথে রয়েছে। সেখানে এ রোগের প্রাদুর্ভাব অনেক বেশি।’
দক্ষিণ আফ্রিকায় জনস্বাস্থ্যের প্রধান লক্ষ্য ম্যালেরিয়া রোগ নির্মূল করা। ২০১৪ সালে এ দেশে প্রায় ১১ হাজার ৭শ’ লোক ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়। ২০০০ সালের তুলনায় এ সংখ্যা অনেক কম। ২০০০ সালে দেশটিতে প্রায় ৬৪ হাজার লোক এ রোগে আক্রান্ত হয়েছিল।
সোয়জিল্যান্ড, জিম্বাবুয়ে ও মোজাম্বিকের সীমান্ত এলাকার লোকজন সবচেয়ে বেশি এ রোগে আক্রান্ত হয়। প্রতিবেদনে বলা হয়, লক্ষ্য অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেয়ায় ২০২০ সাল নাগাদ দক্ষিণ আফ্রিকা ম্যালেরিয়া মুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
এ সংস্থার অন্য যেসব দেশ এই লক্ষ্য অর্জন করতে পারবে সে দেশগুলো হচ্ছে চীন, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকা, ল্যাটিন আমেরিকার আটটি দেশ (কোস্টারিকা, বেলিজ, এল সালভাদর, মেক্সিকো, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ইকুয়েডর ও সুরিনাম) এবং সৌদি আরব, ইরান, ওমান, শ্রীলংকা, ভুটান, তিমুর-লাস্তে ও নেপাল।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031