শিরোনামঃ-

» জনজীবনের সংকট নিরসনে সরকার সম্পূর্ণ ব্যর্থ : বাসদ

প্রকাশিত: ২০. জুলাই. ২০২৩ | বৃহস্পতিবার

ডেস্ক নিউজঃ

নির্দলীয় তদারকির সরকারের অধীনে নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানো,বিদ্যুৎ সংকটের সমাধান ও অত্যাবশক পরিষেবা বিল বাতিলের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৫টায় আম্ভরখানাস্হ দলীয় কার্যালয়ের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, জেলা শাখার সদস্য মামুন বেপারি, রুমন বিশ্বাস, শ্রমিক নেতা জাহেদ আহমদ, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, ইউসুফ আলী, মিন্টু যাদব, আনোয়ার হোসেন কুটি প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী সরকার দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে।

জনজীবনের সংকট নিরসনে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিরোধী মত-পথকে দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইন জারি করেছে। নির্বাচন কমিশন, দুদকসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বর্তমান সরকারের অপশাসনে চাল, ডাল, চিনি, আটা, তেলসহ সকল নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে।

বাণিজ্যমন্ত্রী বলছে, সিন্ডিকেটকে ধরতে গেলে বাজার অস্থিরতা আরো বাড়বে। অর্থাৎ সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। অত্যাবশ্যকীয় পরিষেবা বিল ২০২৩ এর নামে শ্রমিকদের ধর্মঘট করার অধিকার হরণ করার চক্রান্ত করছে।

লুটপাটকারীদের সুবিধার্থে ব্যাংক পরিচালকদের ক্ষমতা ৯ বছরের পরিবর্তে ১২ বছর করেছে। আবারো সরকার ক্ষমতায় আসার জন্য বিভিন্ন রকম ফন্দিফিকির করছে। তার অংশ হিসেবে ইতিমধ্যে আরপিও সংশোধনীর মাধ্যমে ইসির ক্ষমতা খর্ব করেছে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা, বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচনের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা, ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচন, দ্রব্যমূলের উর্ধ্বগতি রোধ, জ্বালানিখাতে দুর্নীতি-লুটপাট বন্ধ, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মাসব্যাপী মতবিনিময়-মিছিল-সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৬ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930