শিরোনামঃ-

» এমপি কয়েছ চৌধুরীর সামনেই প্রকাশ্যে চেয়ারম্যান আবু জাহিদর চ্যালেঞ্জ

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০১৮ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ নিজ দলীয় এমপিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নিজের প্রার্থীতা ঘোষনা করলেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু জাহিদ।

এ নিয়ে সিলেট-৩ আসন সহ নগরীতে ব্যাপক তোলাপাড় চলছে।

মঙ্গলবার (২৮ আগষ্ট) উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় আওয়ামীলীগ দলীয় এমপি মাহমুদ উস-সামাদ চৌধুরীর সামনেই এমপি পদে নির্বাচনের ঘোষনা দেন আবু জাহিদ।

এসময় তিনি বলেন- স্থানীয় উন্নয়ন বিরোধী, একই সাথে বিশাল জনগোষ্টি অধ্যূষিত দক্ষিণ সুরমা বিদ্বেষী মনোভাবের কারণে বিতর্কিত বর্তমান এমপি। তার কারণে দলের ভার্বমূতি তৃণমূলে চরম সংকটে। উন্নয়ন নেই, দলীয় নেতাকর্মীদের কোন মূল্যায়ন নেই।

সকালে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী।

সভার এক পর্যায়ে এমপি বলেন- সামনে নির্বাচন উন্নয়ন কর্মকান্ডের এখন সময় নেই। তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। এখন উন্নয়ন করলে বিষয়টি বিতর্কিত হবে।

এরপরই বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ।

তিনি বলেন- দলীয় সমর্থনে তিনি জনপ্রতিনিধি হয়েছেন, কিন্তু সংসদ সদস্যের বৈষম্যমুলক আচরণের কারণে জনগনের উন্নয়ন করা যাচ্ছে না। এমপি উন্নয়নে পথে বন্ধ করলে, বাকী জনপ্রতিনিধিরা জনগনের কাছে কোন মুখে যাবে।

এমপির ইচ্ছে অনিচ্ছার উপর যদি উন্নয়ন নিয়ন্ত্রিত হয়, তাহলে আমাদের অবস্থান কোথায়?

তিনি বলেন- আমরা হাওয়ার উপর নির্বাচিত হইনি।

দল ও জনগনের নিকট আমাদের জবাবদিহিতা করতে হবে, তাই উন্নয়নের পথ কোনভাবেই রোধ করা যাবে না।

আবু জাহিদ এসময় এমপির বির্তকিত বিভিন্ন তৎপরতার উল্লেখ করে বলেন- আমি আপনাদের জানিয়ে রাখলাম, আগামী জাতীয় নির্বাচন আমি নির্বাচন করবো-ই। আমার এই এমপিকে আর চাই না। জনগনও চায় না, নৌকার সর্মথকরা চায় না। দল বিচ্ছিন্ন ও জনবিচ্ছিন্ন এই এমপির বিরুদ্ধে আমরা প্রতিরোধ, প্রতিবাদ চালিয়ে যাবো আমাদের নিজ নিজ অবস্থান থেকে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ বলেন- আমি এমপির সামনে জনগনের ও দলের কথা বলছি। নিজের প্রার্থীতার কথা বলছি। বর্তমান এমপি নির্বাচন করতে চাইলে আমি দল ও উন্নয়ন বঞ্চিত জনগনের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করবো। তা হবে একটি শিক্ষনীয় ইতিহাস।

বৈঠকে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা পান্না, ইউপি চেয়ারম্যান মখন মিয়া, আবুল কালাম, হাবিব হোসেন, খলিলুর রহমান খলিল, ফখরুল ইসলাম শায়েস্তা, মাওলানা সুলেমান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031