শিরোনামঃ-

» সিলেট চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ২১. মে. ২০১৭ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ শনিবার (২০ মে) ধোপাদীঘিরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের ২০১৭-২০১৯ সাল মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে ২১টি পদে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৯টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় এবং ভোট গণনা শেষে ঐ দিনই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী।

এতে অর্ডিনারী শ্রেণী থেকে খন্দকার সিপার আহমদ, মো. হিজকিল গুলজার, মো. সাহিদুর রহমান, নুরুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, মুশফিক জায়গীরদার, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান ও হুমায়ুন আহমেদ।

এসোসিয়েট শ্রেণী থেকে মাসুদ আহমদ চৌধুরী, জিয়াউল হক, পিন্টু চক্রবর্তী, মো. এমদাদ হোসেন, আব্দুর রহমান ও চন্দন সাহা।

ট্রেড গ্রুপ শ্রেণী থেকে মো. লায়েছ উদ্দিন, মো. মুজিবুর রহমান মিন্টু, আলহাজ্ব মো. আতিক হোসেন প্রাথমিকভাবে নির্বাচিত হন।

উল্লেখ্য, নির্বাচনী তফসিল অনুযায়ী সোমবার (২২ মে) সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেট চেম্বারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য নির্বাচন বোর্ডের পক্ষ থেকে প্রশাসন, প্রার্থী ও ভোটারগণ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য এডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন ও মো. ছাদেক, আপীল বোর্ডের সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এম এ হান্নান সেলিম ও এ এ এম মিরাজ, নির্বাচন পর্যবেক্ষক এডভোকেট মো. মফুর আলী পিপি, এডভোকেট নিজাম উদ্দিন অতিরিক্ত পিপি, এম এ মতিন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031