শিরোনামঃ-

» সিলেটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কর্মশালা

প্রকাশিত: ২০. মে. ২০২৪ | সোমবার

লেবু জাতীয় ফসলের আমদানি নির্ভরতা কমাতে চাষাবাদ বৃদ্ধি করতে হবে : মো. মাহবুবুল হক পাটোয়ারী

ডেস্ক নিউজঃ

কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মো. মাহবুবুল হক পাটোয়ারী  বলেছেন, উৎপাদন বাড়িয়ে দেশের লেবু জাতীয় ফসলের আমদানি নির্ভরতা কমাতে হবে। বেশি বেশি করে চাষাবাদের মাধ্যমে দেশব্যাপী লেবু জাতীয় ফসলের বিপ্লব ঘটাতে হবে।

এগুলোর প্রসার ও উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে। সাইট্রাস বা লেবুজাতীয় ফলের মধ্যে দেশে মাল্টা, কমলা ও বাতাবি লেবুর চাষের প্রচুর সম্ভাবনাও রয়েছে। কমলা ও মাল্টাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে রপ্তানির যোগ্যতা অর্জন করতে হবে।

তিনি বলেন, দেশে মাল্টা, বাতাবি লেবু, কমলা, এলাচি লেবু, জারা লেবু, কলম্বো লেবু, সাতকরাসহ নানা ধরনের লেবুজাতীয় ফল রয়েছে।

ভিটামিন সি-এর প্রধান উৎস হলো লেবু জাতীয় এসব  ফসল। তিনি এ জাতীয় ফসল উৎপাদনে কৃষকের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি সোমবার (২০ মে) দুপুরে সিলেট জেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল কর্তৃক আয়োজিত লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা-২০২৩-২৪ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সরজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে কর্মশালায়  বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আক্তারুজ্জামান,  সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান।

কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন, লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক কৃষিবিদ ড. ফারুক আহমদ।

ফেঞ্চুগঞ্জ  উপজেলা কৃষি অফিসার সুব্রত দেব নাথ ও মেট্রোপলিটন কৃষি অফিসার সায়মা নাজনীনের যৌথ উপস্থাপনায়ন কর্মশালায় বক্তব্য রাখেন, বিভিন্ন জেলার উপ-পরিচালক, জেলার প্রশিক্ষণ অফিসার, অতিরিক্ত উপ-পরিচালক, উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার ও উপ-সহকারী কৃষি অফিসারগণ অংশগ্রহণ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৬ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930