শিরোনামঃ-

» রিশা হত্যাকাণ্ড : আসামি ওবায়দুলের বিচার শুরু

প্রকাশিত: ১৭. এপ্রিল. ২০১৭ | সোমবার

ডেস্ক সংবাদঃ রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলায় আসামি ওবায়দুল খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আর এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।
সোমবার (১৭ এপ্রিল) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবুল কাশেম এই একমাত্র আসামির বিরুদ্ধে বাংলাদেশে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠন শেষে তাকে আদালত ওবায়দুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী ৮ মে মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগের গঠনের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন রিশার মা ও মামলার বাদী তানিয়া হোসেন। এদিন ওবায়দুলকে বিচারক দোষী কিংবা নির্দোষ প্রশ্ন করলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

গত বছরের ১৪ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন রিশা হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ২৬ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে।
গত বছরের ৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ওবায়দুল।
জবানবন্দিতে ওবায়দুল বলেন, ‘আমি রিশাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে। তাই আমি তাকে ছুরিকাঘাত করি।’
গত বছরের ৩১ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এইচ এম আজিমুল হকের নেতৃত্বে ওবায়দুলকে নীলফামারী থেকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়।
গত ২৫ অক্টোবর দুপুরে ঢাকার কাকরাইলে স্কুলের সামনে ফুটওভার ব্রিজের ওপর রিশার পেট ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যান টেইলার্স কর্মচারী ওবায়দুল। রিশাকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় রিশার মা রমনা থানায় দণ্ডবিধির ৩০৭ (হত্যার উদ্দেশ্যে আঘাত) ধারায় মামলা দায়ের করেন। পরে রিশার মৃত্যু ঘটলে তা সরাসরি দণ্ডবিধির ৩০২ (হত্যা) মামলায় রূপান্তরিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৫ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031