শিরোনামঃ-

» আগামীকাল শুরু হচ্ছে দ্বিতীয় বিপিও সামিট

প্রকাশিত: ২৭. জুলাই. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজ আইসিটি ডেস্কঃ ২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাত থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার আয় করা যাবে এবং ১ লক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে ‘বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সামিট ২০১৬’ উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক, বাক্যর সভাপতি আহমাদুল হক প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
এ সময় উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবারের আয়োজনে মোট ১২টি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে। এ সেমিনার ও কর্মশালায় দেশ ও দেশের বাইরে থেকে প্রযুক্তিবিদরা অংশগ্রহণ করবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২০ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031