শিরোনামঃ-

» প্রতিটি ব্যক্তির সেন্স অব সিকিউরিটি থাকতে হবে : আইজিপি

প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছেন, আমাদের প্রতিটি ব্যক্তির সেন্স অব সিকিউরিটি থাকতে হবে।
তার নিজের নিরাপত্তা, প্রতিবেশীর নিরাপত্তা, এলাকার নিরাপত্তার বিষয়ে সচেতন হতে হবে।
কলাবাগানে ২ জনকে খুন করার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মঙ্গলবার সকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শহীদুল হক বলেন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ঘরে ঘরে পাহারা দিয়ে পারবে না।
নাগরিকদের নিজস্ব নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। এক্ষেত্রে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সুসম্পর্ক থাকবে, সহযোগিতা থাকবে। কিন্তু তাদের এগিয়ে আসতে হবে।
জুলহাজ ও তনয় হত্যার বিষয়ে তিনি বলেন, অত্যন্ত সুপরিকল্পিত হত্যাকাণ্ড। রেকি করে খুনিরা খুনের পরিকল্পনা করেছে বলে ধারণা করছি। জায়গাটা যথেষ্ট সিকিউরড।
খুনিরা পালিয়ে যাওয়ার সময় আশ-পাশ থেকে প্রতিরোধ করা সম্ভব হলে তাদের ধরা যেত।
খুনিদের ধরার বিষয়ে আইজিপি বলেন, আমাদের দক্ষ ইনভেস্টিগেটর আছে। অতীতে জঙ্গিরা যেসব ঘটনা ঘটিয়েছে সেসব ঘটনায় অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে।
এই ঘটনায়ও অপরাধীদের চিহ্নত করা সম্ভব হবে।
সোমবার বিকালে রাজধানীর কলাবাগানের লেক সার্কাসে নিজ বাসায় খুন হন ইউএসএআইডির কর্মকর্তা ও সমকামী অধিকার কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৮ বার

Share Button

Callender

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930