শিরোনামঃ-

» গণতান্ত্রিক আইনজীবী সমিতির সিলেট বার শাখার কাউন্সিল সম্পন্ন; সভাপতি সৈয়দ মনির আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আহম্মদ কাওছার

প্রকাশিত: ১১. জুলাই. ২০২৪ | বৃহস্পতিবার

আইনজীবীদের পেশাগত উন্নয়ন ও মর্যাদা ব্যাতিত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় : এডভোকেট হাসান তারিক চৌধুরী

নিজস্ব রিপোর্টারঃ
সারাদেশে বিভিন্ন আদালতে হাজার হাজার বিজ্ঞ আইনজীবীর পেশাগত জীবন আজ যখন আর্থিক সংকটসহ, নানামুখী সমস্যায় জর্জরিত। তখন আইনজীবীদের পেশাগত উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠা ব্যাতিত দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

বৃহস্পতিবার (১১ জুলাই ২০২৪) বিকেল ৪টায় জিন্দাবাজারে অনুষ্ঠিত বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সিলেট বার শাখার সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী হাসান তারিক চৌধুরী একথা বলেন।

তিনি বলেন, সংকীর্ণ দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি আজ প্রায় সকল পেশাজীবি আন্দোলন ও সংগঠনকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ফলে আইনজীবী, ডাক্তার, সাংবাদিক, শিক্ষক, প্রকৌশলী ও কৃষিবিদসহ সব শ্রেণী-পেশার সংগঠন আজ নিজেদের অধিকার বঞ্চিত।

সবচেয়ে বেশী ভোগান্তির শিকার হচ্ছে, দেশের বিজ্ঞ আইনজীবীগণ। কিন্তু দু:খের বিষয় হলো, সাধারণ আইনজীবীগণ দলবাজির বাইরে এসে পেশার আন্দোলনে প্রত্যাশা অনুযায়ী এগিয়ে আসছেন না। কিন্তু অবস্থার বদল ঘটাতে হলে পেশাজীবি আন্দোলনের কোন বিকল্প নাই।

সিলেট বার শাখার এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ও কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন, অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।

অতিথিদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানান, অ্যাডভোকেট বিশ্বপা ভট্টাচার্য মৌ।

স্বাগত বক্তব্য রাখেন, গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিরঞ্জন দাশ খোকন।

শোক প্রস্তাব পাঠ করেন, অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার দাশ বাপন।

আহবায়ক কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন, অ্যাডভোকেট মোস্তাকিম আহম্মদ কাওছার।

সাংগঠনিক রিপোর্ট ও পরিকল্পনা উত্থাপন করেন, অ্যাডভোকেট সৈয়দ মনির আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সিনিয়র আইনজীবী মুরলী ধর দাস, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সহ-সাধারণ সম্পাদক এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতি সুনামগঞ্জ শাখার নেতা অ্যাডভোকেট এনাম আহমেদ, মৌলভীবাজার আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট মাসুক মিয়া, গণতান্ত্রিক আইনজীবী সমিতি হবিগঞ্জ জেলা শাখার নেতা অ্যাডভোকেট পিনাক রঞ্জন দেবনাথ, প্রগতি লেখক সংঘ সিলেটের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট সুব্রত দাশ।

কাউন্সিল অধিবেশন শেষে ১৩ সদস্য বিশিষ্ট গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেট বার শাখার কমিটি গঠন করা হয়।

গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেট বার শাখার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মনির আহমদ, সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার দাশ বাপন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাকিম আহম্মদ কাওছার, সম্পাদক মণ্ডলীর সদস্য যথাক্রমে- অ্যাডভোকেট দেবাশিষ দাস, অ্যাডভোকেট সুব্রত দাশ, অ্যাডভোকেট ঝুন্টু কুমার চন্দ, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট সুবোধ চন্দ্র নাথ, অ্যাডভোকেট বিশ্বপা ভট্টাচার্য মৌ এবং অ্যাডভোকেট নিরঞ্জন দাশ খোকনকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান, গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুপ্রীম কোর্ট-এর আইনজীবী ও বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী সমিতির সম্পাদক হাসান তারিক চৌধুরী।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৬ বার

Share Button

Callender

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031