শিরোনামঃ-

» শাকিল মুর্শেদ আটকে মহানগর বিএনপির নিন্দা

প্রকাশিত: ১১. জুলাই. ২০২৪ | বৃহস্পতিবার

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা শাকিল মুর্শেদকে আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (১১ জুলাই) গণমাধ্যমে প্রেরতি এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠী দেশে ভয়াবহ দুঃশাসন জারি রেখেছে। দেশ এখন ফ্যাসিবাদের কবলে পড়েছে বলেই কোন মানুষ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারছে না।

জোরপূর্বক গুম, খুন, অপহরণ এবং গায়েবী মামলার শিকার হয়ে কারাগারে যেতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা শাকিল মুর্শেদ আটক করা হয়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন, দমন-পীড়ণ চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর ক্রমাগত জুলুম-নির্যাতনের ফলে দেশে চরম ভীতিকর অবস্থা বিরাজ করছে। অবিলম্বে শাকিল মুর্শেদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করুন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৫ বার

Share Button

Callender

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031