শিরোনামঃ-

» ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আনন্দআড্ডা

প্রকাশিত: ১৭. জুলাই. ২০২৪ | বুধবার

নিউজ ডেস্কঃ

সিলেট সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেটের ৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক আনন্দআড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় নগরীর ধোপাদিঘির পূর্বপাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে এ আনন্দআড্ডা অনুষ্ঠিত হয়।

সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দআড্ডায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বিশিষ্ট গল্পকার জামান মাহবুব। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।

কবি বিমল করের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আলাউদ্দিন তালুকদার।

আনন্দআড্ডায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি, ছড়াকার গোপেশ চন্দ্র সূত্রধর কবি, সাংবাদিক হৃষিকেশ রায় শংকর, অজিত রায় ভজন, কবি ধ্রুব গৌতম, ছড়াকার রানা কুমার সিনহা, বাংলাদেশ ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা মো. জাবেদ আহমদ, মো. রিপন মিয়া, কবি চন্দ্রশেখর দেব, সুপ্রিয় ব্যানার্জি শান্ত, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, ছাড়াকার এম আলী হোসাইন, শিশির সরকার, কবি বিমান বিহারী, গীতিকবি হরিপদ চন্দ, কবি কামাল আহমদ প্রমুখ।

আনন্দআড্ডায় ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুক্তাক্ষর সিলেটের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

আনন্দ আড্ডায় ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ছড়াশিল্পের অগ্রযাত্রায় আরো এগিয়ে আসার জন্য নবীন কবি-ছড়াকারদের প্রতি আহবান জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৮১১ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930