শিরোনামঃ-

» সংস্কার ছাড়া নির্বাচন করলে তা প্রশ্নবিদ্ধ হবে : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ

প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৫ | শনিবার

নিউজ ডেস্কঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, ক্ষমতায় গিয়ে সংস্কারের কথা দেশের জনগণ এখন আর বিশ্বাস করে না, দেশে আইন ও বিচার বিভাগ ঠিকই রয়েছে কিন্তু  কার্যকরী না থাকার কারণে জণগণ বিচার নিজ হাতে তুলে নিচ্ছে যা জাতির জন্য  মোটেই কল্যাণ কর নায়।

পুলিশ প্রশাসন সহ গুরুত্বপূর্ণ স্থানে সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে, সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা দেশে ও জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।

স্বাধীনতার পরে অনেক দলীয় সরকার ক্ষমতায় ছিল কোন দলই সংস্কার করে নাই বরং সন্ত্রাস খুন গুম বেড়েই চলেছে তাই দেশে ও জাতির কল্যাণে আগে সংস্কার তার পরে নির্বাচত দিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজনীতি হল মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য, ইসলাম দেশ ও মানবতার জন্য,এ লক্ষ্যে ইসলামী আন্দোলন এগিয়ে চলছে।

দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি সন্ত্রাস খুন সিন্ডিকেট করা কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাজ হতে পারে না ফ্যাসিস্ট সরকার পলায়ন পরবর্তী এখনো দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি বিগত ৫৩ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে ফ্যাসিস্ট খুনি টাকা পাচারকারীর জন্ম হয়েছে।

নমিনেশন বাণিজ্য কালো টাকার দৌরাত্ম্যে ভোট কেনা বন্ধ করতে হলে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই।

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একক শক্তির আধিপত্য থাকবে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তিনি ইসলাম দেশ ও মানবতার কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার  আহ্বান জানান।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সুরমা টাওয়ারস্ত সিডনী চেম্বারে আই.এ.বি মিলনায়তনে দ্বি-বার্ষিক অধিবেশনে আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের কোতোয়ালি থানা শাখার দ্বি-বার্ষিক শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আসাদ উদ্দিন, হাফিজ মাওলানা আব্দুস শহীদ, জয়েন্ট সেক্রেটারী প্রফেসর বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি মো. জাকির হোসেন, কোতোয়ালি থানা সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেক্রেটারি মো. মনির হোসেনের পরিচালনায় শুরা অধিবেশনে বিগত কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ইং সেশনের জন্য কোতোয়ালী থানা শাখায় নতুন কমিটি করা হয় মো. মনির হোসাইনকে সভাপতি, মো.  কামাল হোসেনকে সেক্রেটারি এবাং মো. জুবেল আহমদকে সংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৯ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31