- বাংলাদেশের সমৃদ্ধি, উন্নতি ও আত্মনির্ভশীলতার অন্তরায় সর্বস্তরের ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবি
- ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে আগামীকাল ২৩ এপ্রিল সংহতি সমাবেশ সমাবেশ সফল করুন
- সিলেট শাহ খুররম ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি কয়েস লোদী
- বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে : মুফতী আলী হাসান উসামা
- ৫ আগস্টের পর দেশে ব্যবসা-বাণিজ্যে যে প্রসার ঘটেছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক: কয়েস লোদী
- জামিয়া দারুল কুরআন সিলেটের ইফতেতাহী দরস অনুষ্ঠিত
- হাইপারলোকাল গণমাধ্যম হিসেবে নবরূপে যাত্রা শুরু করল ‘সিলেট ভয়েস’
- হেলেন-কয়েসের নেতৃত্বে জিন্দাবাজারে ড্রেনের উপর ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ : ব্যবসায়ীদের দূর্ভোগ
- আইবিডব্লিউএফ-এর সিলেট জেলা ও মহানগর সম্মেলন
- বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট’র কেন্দ্রীয় কমিটি গঠন
» সিলেটে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন কোকো
প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার

নিউজ ডেস্কঃ
বিএনপির যুগ্ম মহাসচিব ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক হাবিব উন নবী খান সোহেল বলেছেন, আজকে ক্রিকেটের যে উন্নয়ন তা করেছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকো।
তিনি রাজনীতির বাইরে থেকে খেলাকে খেলা হিসেবে দেখে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছেন।
আজকে যে ক্রিকেট আমরা দেখতে পাই সেই ক্রিকেটের ভিত্তি তৈরি করেছিলেন আরাফাত রহমান কোকো। রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বে আশার পর তিনি ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন।
তিনি বলেন, কিছুদিন আগেও বাংলাদেশে একজন স্বৈরশাসক ক্ষমতায় ছিলেন। আমরা পৃথিবীর বুকে বহু স্বৈরশাসককে চিনি। তাদের ওপর বহু বই আছে। কিন্তু কোনো স্বৈরাচারকে আমরা কখনো বলতে শুনিনি আমার ক্ষমতা দরকার।
আমাদের দেশের স্বৈরাচার কখনো বলেনি আমার মানুষের ভালোবাসা দরকার। কখনো তিনি বলেননি মানুষ খেতে পাচ্ছে না, আমি খাবার তুলে দিতে চাই। আমরা শুনেছি তিনি বলেছেন আমার ক্ষমতাটাই দরকার। এমন ক্ষমতালোভী কোনো স্বৈরাচার ছিল না।
তিনি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিলেট নগরীর উপশহর পয়েন্টস্থ সিলেট ক্রীড়া কমপ্লেক্সে মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠক।
তিনি কখনও খেলার ভেতরে রাজনীতিকে অন্তর্ভুক্ত করেননি। করেননি দলীয়করণ। ক্রীড়া ক্ষেত্রে কোকোর অবদান অনস্বীকার্য। আরাফাত রহমান কোকোর ক্রীড়া ক্ষেত্রে দূরদৃষ্টির কারণেই বাংলাদেশের ক্রিকেট আজ এ পর্যায়ে এসেছে।
বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে যে দুর্নীতির মহোৎসব করছে জাতীয়তাবাদী শক্তির উত্থানের মধ্যে দিয়ে তা একদিন নিশ্চয়ই দূর হবে।
এসময় সম্মানিত অতিথির বক্তব্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, আজ আমাদের যুবসমাজ মাদকের দিকে ঢলে পড়েছে। যেখানে যুব সমাজকে একটা বাস্তবিক অর্থে ভালো ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের খেলাধুলার আয়োজন করতে হবে।
যুবসমাজকে খেলাধুলার মধ্যে সম্পৃক্ততার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা সুন্দর মাদকমুক্ত সমাজ গড়তে পারবো। তাই মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের সমন্বয়ক মিফতাহ সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে দেশের ক্রীড়াঙ্গনকে দলীয় ও রাজনীতিকরণ করেছে, আমরা ঠিক তার উল্টোটা করতে চাই। আমরা দেশের ক্রীড়াঙ্গনকে দলীয় ও রাজনীতিকরণ করবো না। আমরা দলীয়করণমুক্ত একটা ক্রীড়াঙ্গন গড়তে চাই।
এর অন্যতম লক্ষ্য হচ্ছে, আমরা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে খেলাধুলা ছড়িয়ে দিতে চাই। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে, ঢেলে সাজাতে সবাইকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, পেশাজীবী পরিষদের সভাপতি ডা. শামীমুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফজলুল করিম ময়ুন, ফয়সল চৌধুরী ও মিজানুর রহমান।
বর্ণাঢ্য নানা আনুষ্ঠানিকতায় ও জমকালো আয়োজনে অত্যান্ত আনন্দপূর্ণ সফল, সুন্দর ও শৃঙ্খল ভাবে খেলাটি সম্পন্ন হয়।
খেলায় লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে জাতীয় ফুটবল দলের বর্তমান ও সাবেক তারকা খেলোয়াগণ অংশ গ্রহণ করেন। খেলায় সবুজ দল ১-০ গোলে লালকে পরাজিত করে।
খেলায় সবুজ দলের গোল দাতা দিলোয়ার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। আব্দুস ছত্তার মামুনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১১৩ বার
সর্বশেষ খবর
- বাংলাদেশের সমৃদ্ধি, উন্নতি ও আত্মনির্ভশীলতার অন্তরায় সর্বস্তরের ঘুষখোর ও দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষণার দাবি
- ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে আগামীকাল ২৩ এপ্রিল সংহতি সমাবেশ সমাবেশ সফল করুন
- সিলেট শাহ খুররম ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি কয়েস লোদী
- বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে গ্রহণযোগ্য নতুন কমিশন গঠন করতে হবে : মুফতী আলী হাসান উসামা
- ৫ আগস্টের পর দেশে ব্যবসা-বাণিজ্যে যে প্রসার ঘটেছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক: কয়েস লোদী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- গোয়াইনঘাটে সোহরাব আলী স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
- সিলেটে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন কোকো
- পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিতদের মাঝে জমজম বাংলাদেশ’র খাদ্য সামগ্রী বিতরণ
- বঙ্গবীর ওসমানীর আদর্শকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে : আলহাজ্ব আতাউর রহমান