শিরোনামঃ-

» অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ০২. জুন. ২০২৫ | সোমবার

তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে : ইমদাদ চৌধুরী

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনসম্পৃক্ততা আরোও বাড়িয়ে জনগণের আস্থা অর্জনে কাজ করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন। বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল।

বিএনপি গত সতের বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারবাহিকতা বজায় রাখে কাজ করে যাচ্ছে। আমরা এমন কোন কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে।

জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুন্ন রাখতে তৃণমুল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে হবে।

তিনি সোমবার (২ জুন) নগরীর চৌকিদীঘি এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রাস্থ ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ অর্থ সহায়তা প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া ও মুফতি নেহাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, রেজাউল করিম আলো, আবুল কালাম, লুতফুর রহমান চৌধুরী, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহবায়ক ডা. এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুজন, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুতফুর রহমান মোহন, সহ-প্রচার সম্পাদক আলী হায়দার মজনু, নির্বাহী কমিটির সদস্য আব্দুল মোমিন, ফখর উদ্দিন পংকি, মতিউর রহমান শিমুল, পাবেল আহমদ, দিলোয়ার আহমদ, নুরুল হক রাজু, সৈয়দ সাঈদ হোসেন সাবু, সজিবুর রহমান রুবেল, মিছবাহ আহমদ জেহিন, বিমল দেবনাথ, সাঈদ মোহাম্মদ ওয়াদুদ, জাবেদ আহমদ, ডা. হাসানুজ্জামান, দুলাল আহমদ, গুলজার আহমদ, বোরহান আহমদ, সাত্তার আহমদ, মোস্তাক মিয়া, সোহেল খান, আকিক সাহেদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৬ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031