শিরোনামঃ-

» বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী : বাসদ

প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৫ | শনিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
নৈরাজ্যকর পরিস্থিতি ও মব কালচারের অবসান, নিত্যপণ্যের দাম কমানো দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ-সভাপতি শহীদ আহমদ, যুগ্ম সম্পাদক মনজুর আহমদ, সিমান্ত রায়, জাহেদ আহমদ, হারুন আহমদ, নুরুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সৈয়দা সানজিদা আহমদ নাহিয়া, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মলয় চক্রবর্তী, অর্চিতা শর্মা প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকারের ৬মাস অতিবাহিত হয়েছে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পথে যখন অগ্রসর হওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে, তখন কতগুলো কর্মকাণ্ড সামগ্রিক পরিস্থিতিকে জটিল করে তুলছে।

পতিত স্বৈরাচার ও অশুভ শক্তি এমন কতক উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে যা আন্দোলনকারী শক্তিসহ দেশের মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে।

এসব ঘটনাকে সামনে রেখে দেশের ইতিহাস ঐতিহ্যের স্থাপনা, বাসা বাড়ীতে ভাঙচুর-অগ্নিসংযোগ, এবং এসব বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা পুরো পরিস্থিতিকে সংকটপূর্ণ করে তুলেছে।

দেশে কোন সরকার থাকা অবস্থায় এ ধরনের ঘটনা মোটেই কাঙ্ক্ষিত নয়। এর দায় সরকারকেই নিতে হবে।

Manual1 Ad Code

বক্তারা, সারাদেশে জানমালের নিরাপত্তা বিধান, ভয়ের আবহাওয়া সৃষ্টির পুনরাবৃত্তি না হতে দিয়ে সকলের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে দৃশ্যমান ভূমিকা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সরকারের নিষ্ক্রিয়তা থাকলে পুরো ঘটনা আরো জটিল হয়ে পড়বে। যা গণঅভ্যুত্থানের চেতনাকেই প্রশ্নবিদ্ধ করার ও নানা শক্তিকে অপতৎরতা চালানোর সুযোগ করে দেবে।”

Manual7 Ad Code

নেতৃবৃন্দ গণতান্ত্রিক দল, শক্তি ও দেশের সচেতন মহলকে সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থেকে চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

Manual1 Ad Code

বক্তারা বলেন, ফ্যাসিবাদ মোকাবেলায় ফ্যাসিবাদী কর্মকাণ্ড নয়, রাজনৈতিকভাবেই সকল ধরনের ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে।

বক্তারা নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়ে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা,প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এবং নিত্যপণ্যের দাম কমানোর আহ্বান জানান।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২৩ বার

Share Button

Callender

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930