শিরোনামঃ-

» সিলেট কোর্ট পয়েন্টে শাহজালাল রহ: তাওহিদি কাফেলার সমাবেশ

প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০২৫ | শুক্রবার

সিলেট সেনানিবাসে স্থাপিত শেখ মুজিবের ভাস্কর্য দ্রুত অপসারণের দাবি

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল অপসারনের লক্ষ্যে শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুম্মা বিক্ষোভ সমাবেশ শুকরানা সমাবেশে পরিণত হয়। কেননা তাওহিদি কাফেলার সমাবেশ সামনে রেখে জেলা প্রশাসক গতরাতে ম্যুরালে থাকা শেখ মুজিবের ছবি অপসারণ করেন।

তাওহিদি কাফেলার আহ্বায়ক মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেরিতে হলেও জেলা প্রশাসকের বোধগম্য হয়েছে তিনি ম্যুরাল অপসারন করেছেন।

আমাদের আন্দোলন শুধু একটা ম্যুরালের বিরুদ্ধে নয়,মুর্তি-ভাস্কর্যে সংস্কৃতির বিরুদ্ধে। সিলেটের ভুমিতে কোন ধরনের ভাস্কর মেনে নেয়া হবেনা।

সমাবেশে বক্তারা সিলেট সেনানিবাসে শেখ মুজিবের একটা ভাস্কর্য কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে জানিয়ে বলেন, অতিদ্রুত অপসারণ করতে হবে অন্যথায় তাওহিদি কাফেলা কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।

তাওহিদি কাফেলার যুগ্ন-সদস্য সচিব মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী ও মুফতি রশিদ আহমদের পরিচালনায়সমাবেশে বক্তব্য রাখেন, তাওহিদি কাফেলার উপদেষ্টা সিলেটের সাবেক মেয়ার আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালি, সিলেট মহানগর বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী, হযরত শাহজালাল রহ তাওহিদি কাফেলার সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের সমন্বয়ক মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, আলহাবীব ছাত্র সংসদের জি এস আখতার আহমদ, ছাত্রনেতা খুবায়েব বিন জামীল, মুকাব্বির হুসেন, সিলেট মহানগর বিএনপির সহ- সভাপতি ছাদিকুর রহমান ছাদিক সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর  সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের অন্যতম নেতা সাবেক সিটি কাউন্সিলর আব্দুল কাদির সমছু সিলেট জেলা বিএনপির তাতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট বিভাগীয় সদস্য সানুর আহমদ  সিলেট জেলা জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সভাপতি সোয়েব আহমদ সাধারন সম্পাদক নুরুল ইসলাম চন্চল সিলেট মহানগর ব্যবসায়ী দলের সভাপতি শামীম আহমদ সাধারন সম্পাদক মিজানুর রহমান ভুইয়া বিএনপি নেতা শের ইসলাম আব্দুর রহিম জুয়েল আহমদ সেকু ইমন আহমদ মোহাম্মদ সুজন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৮ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728