শিরোনামঃ-

» কানাইঘাটে গণসমাবেশে বক্তারা; অবিলম্বে সিলেটের সকল পাথর ও বালু মহাল খুলে দিন, অন্যথায় কঠিন কর্মসূচি

প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০২৫ | শুক্রবার

কানাইঘাট প্রতিনিধিঃ
অর্ন্তবর্তীকালীন সরকারের নির্বাহী আদেশ দ্রুত বাস্তবায়ন, কালক্ষেপন না করে প্রশাসনিক জটিলতা দ্রুত সম্পন্ন করে সিলেট বিভাগের সকল গেজেটভুক্ত পাথর ও বালু মহাল অবিলম্বে সচল করা না হলে কঠিন কর্মসূচি ঘোষণার হুশিয়ারি  পাথর শ্রমিক বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দের।

বক্তারা বলেন,চক্রান্ত চলছে, চলবে, সকল যড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ। বক্তারা সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন বিদেশি চক্রান্তের কাছে মাথা নত করবেন না।

পরিবেশের দোহাই দিয়ে যারা আবারও নানা যড়যন্ত্র করছেন,তাদের ফাদে পা দিলে সরকার মারাত্মক ভুল করবে।শ্রমিক মালিক ব্যবসায়ীরা এখন ঐক্যবদ্ধ। দ্রুত পাথর ও বালু মহাল খুলে না দিলে ন্যায্য অধিকার আদায়ে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে কানাইঘাটের উত্তর বাজারে এক গণসমাবেশ শ্রমিক নেতা ফয়াজ আহমদের সভাপতিত্বে ও পাথর শ্রমিক বাঁচাও আন্দোলনের কানাইঘাট শাখার সদস্য সচিব আখতার হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন, সিলেট  জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদ, পাথর শ্রমিক বাচাও আন্দোলনের আহবায়ক সাংবাদিক আবুল হোসেন,  সিলেট জেলা ট্রাক মালিক সমিতির  সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় সভাপতি হাজি ময়নুল ইসলাম, সিলেট  জেলা   ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি আব্দুস সাত্তার মামুন, দপ্তর সম্পাদক মাহতাবুর রহমান, সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুজ্জামান জোয়াহির, গোলাম শায়েস্তা তালুকদার, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ লস্কর,   জামায়াতে ইসলামীর উপজেলার আমির  মাওলানা কামাল আহমদ, পৌর আমির মাওলানা আব্দুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের  শিপলু আমিন চৌধুরী, শ্রমিক নেতা শহীদুল্লাহ কায়সার, হাবিব আহমেদ, কামাল আহমদ, মোহাম্মদ আলী, কামরুল আহমদ, খলিল আহমদ তাপাদার প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৭ বার

Share Button

Callender

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30