শিরোনামঃ-

» দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় ক্রীড়া জগতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে: কয়েস লোদী

প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০২৫ | শুক্রবার

ডেস্ক নিউজঃ
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিক সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় ক্রীড়া জগতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বিগত ফ্যাসিবাদী সরকার ক্ষমতা কুক্ষিগত করে দেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।

এরই ধারাবাহিকতায় রাজনীতিকীকরণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত ও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা দেশের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রয়াসে সারাদেশে ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছি।

আগামীদিনে বিএনপি জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় দায়িত্ব পেলে পরিপূর্ণভাবে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি শুক্রবার (৩১ জানুয়ারি) সিলেট সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ডের কুচাই মাঠে ১ম শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কুচাই-২০২৫ এর ম্যাচ পরিদর্শন ও ম্যান অব দ্যা ম্যাচ পুরুস্কার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কুচাই এলাকার মুরব্বী সৈয়দ আলী আজম মুকুলের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হুসেইন আহমেদ তালুকদার এবং সাধারণ সম্পাদক সাকের রহমানের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েলসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও আয়োজক কমিটি নেতারা।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728