শিরোনামঃ-

» প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে

প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০২৫ | শুক্রবার

নিউজ ডেস্কঃ

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠির কল্যাণ ও জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি ইসলামী ব্যাংক পিএলসি কাজ করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, মানবিক সহ বিভিন্ন ক্ষেত্রে ইসলামী ব্যাংকের সেবামূলক কাজ প্রশংসনীয়।

তিনি বলেন, প্রতিবন্ধীরা অবহেলিত নয়। তারা আমাদের আপনজন। তাদেরকে মানব সম্পদে পরিণত করতে সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। সেই সব সুযোগ-সুবিধা গ্রহণ করে প্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত করতে হবে।তিনি বলেন প্রতিবন্ধীদের কল্যাণে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

তিনি মরহুম রজব আলী খান নজিবের হাতে গড়া মানব সেবামূলক প্রতিষ্ঠান জিডিএফ’র মানবিক কাজগুলোর ভূয়সী প্রশংসা করে এ সংগঠনের মত অন্যান্য সামাজিক সংগঠন, ব্যাংক সহ সমাজের বিত্তবানদের প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

তিনি গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয়ে ইসলামী ব্যাংক পিএলসি এর পক্ষ থেকে প্রাপ্ত কম্বল প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র যুগ্ম মহাসচিব দেওয়ান সালামত রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জিন্দাবাজার শাখার ব্যাবস্থাপক মোহাম্মদ আকবর উদ্দিন।

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।

শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র উপস্থাপনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, জিডিএফ’র সদস্য ডাঃ মিফতাউল হোসেন সুইট, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামছু, বাংলাদেশ ইক্যোয়ালিটি সোসাইটি’র নির্বাহী পরিচালক রোকসানা বেগম।

শিক্ষার্থী রাদিয়া জান্নাত তালুকদারের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক আব্দুল কুদ্দুস তালুকদার, জিডিএফ’র সদস্য শারমীন আক্তার রেবা, শিলন বেগম, জিডিএফ-ডিকেফ এর ট্রেজারার দিদার আহমদ, অন্ধ কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য ইমরানা আক্তার, শিক্ষক জয়দ্বীপ রায়, আফজাল শিকদার, সরুফা বেগম প্রমুখ। এছাড়াও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মধ্যে দু’শতাধিক কম্বল বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728