শিরোনামঃ-

» সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার

কেন্দ্রীয় শহীদ মিনারে আলোর অন্বেষণ  ৫ দিনব্যাপী বইমেলা শুরু শনিবার

নিউজ ডেস্কঃ
৫ম বারের মতো সিলেটে অনুষ্ঠিত হচ্ছে ‘আলোর অন্বেষণ’ বইমেলা।

আগামী  শনিবার (১ ফেব্রুয়ারী) নগরীর চৌহাট্টাস্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মেলা শুরু হবে, চলবে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

এদিকে ৫ম আলোর অন্বেষণ বইমেলা সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে নগরীর আম্বরখানাস্থ একটি রেষ্টুরেন্টে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আলোর অন্বেষণের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফাজ্জুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ৭১ টিভির সিনিয়র রিপোর্টার আব্দুল মুহিত দিদার, আলোর অন্বেষণের সিনিয়র সহ-সভাপতি এমজেএইচ জামিল, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল, সিনিয়র ফটো সাংবাদিক এ এইচ আরিফ, আজকের সিলেট ডটকমের মিজান মোহাম্মদ, সিলেট প্রতিদিনের নুরুল ইসলাম, একাত্তরের কথার লোকমান হাফিজ, জসিম বুক হাউজ সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুল, আলোর অন্বেষণের সহ-সভাপতি নাহিদ আহমদ, জসিম বুক হাউজের সত্তাধিকারী জসিম উদ্দিন, আলোর অন্বেষণের সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, সংবাদকর্মী মারুফ আহমদ ও কবি জালাল জয় প্রমূখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী ১ ফেব্রুয়ারী সকাল ১১টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উক্ত বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং একইদিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় বিকেল ৩টায় ছাত্র-ছাত্রীদের আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও সন্ধ্যা ৬টায় ‘আগামীর বাংলাদেশ ও তারুণ্যের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারী বিকেল ৩টায় ছাত্র-ছাত্রীদের আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৬টায় চব্বিশের গণ অভ্যুত্থানে আহতদের সম্মাননা ও রক্তাক্ত জুলাই স্মারকের মোড়ক উন্মোচন হবে। ৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় আলোর অন্বেষণ সাহিত্য পদক ২০২৩ ও ২০২৪ প্রদান অনুষ্ঠান।

৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় বইমেলা সমাপনী অনুষ্ঠান পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সভাপতির বক্তব্যে আলোর অন্বেষণের সভাপতি সাজন আহমদ সাজু বলেন, সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘আলোর অন্বেষণ’ এর উদ্যোগে আগামী ১ থেকে ৫ ফেব্রুয়ারী সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৫ম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘আলোর অন্বেষণ’ বইমেলা। ইতোমধ্যে বইমেলাকে সামনে রেখে আলোর অন্বেষণের পক্ষ থেকে বিস্তারিত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বইমেলাকে সফল ও প্রাণবন্ত করতে আপনাদের সুচিন্তিত পরামর্শ কামনা করছি। অতীতেও বইমেলা এবং সাহিত্য পদক অনুষ্ঠানে সিলেটের সাংবাদিকবৃন্দ আমাদের পাশে ছিলেন। ২৪ এর ২য় স্বাধীনতা পরবর্তী বইমেলায়ও পাশে থাকবেন সেই প্রত্যাশা করছি।

বইমেলা ও মেলা চলাকালীন যেকোন প্রতিযোগিতায় অংশগ্রহণ সংক্রান্ত যেকোন প্রয়োজনে নিম্মলিখিত নাম্বারে যোগাযোগের আহ্বান জানানো হয়। (মোবাইল : ০১৭১২৩২৬০৯৯ -সাজু ও ০১৭৮৪৯১৩৯৩৬ -সুমন)।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31