শিরোনামঃ-

» হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪. জানুয়ারি. ২০২৫ | মঙ্গলবার

নিউজ ডেস্কঃ
হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে এক সিলেট নগরীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টার সময় নগরীর ৪১নং ওয়ার্ডের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

হেল্পিং হ্যান্ডস ডট ইউকে’র চেয়ারম্যান ও নাজাতুল উম্মাহ একাডেমির প্রতিষ্টাতা আব্দুল মজিদ ফটিক এর সভাপতিত্বে ও বিশিষ্ট সংগঠক খসরুজ্জমান খসরু’র পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এড. রফিকুল হক, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক ও বাঙালি কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মুনিম জাহেদী, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন, সিলেট সদর এসোসিয়েশন ইউকে এর সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও মুরব্বি আব্দুল মান্নান, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার এর ডাইরেক্টর ও কাউন্সিলর জাহাঙ্গীর হক, সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মঈন উদ্দিন, লতিফা শফি মহিলা কলেজে এর অধ্যক্ষ আমীরুল আলম খান দুলাল, ইছরাব আলী হাই স্কুল ও কলেজ এর অধ্যক্ষ মোঃ শরীফ উদ্দিন, স্কুল শাখার প্রধান শিক্ষক কয়েছ আহমদ, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক বেলাল আহমদ, বিশিষ্ট চিকিৎসক ডা. জুম্মান উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী আবুল খায়ের, রফিকুল ইসলাম রফু, ফ্রেন্ডস’৯০ এর চেয়ারম্যান আবুল হোসেন রুহেল, ফ্রেন্ডস’৯০ পরিচালক শামিম সিদ্দিকী, কুচাই জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মসরু, বিশিষ্ট সমাজসেবী সাইফুল ইসলাম রিপন, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী মোঃ আব্দুল হাছিব প্রমুখ।

সভায় বক্তারা হেল্পিং হ্যান্ডস ডট ইউকের কার্যক্রমের প্রশংসা করেন পাশাপাশি দেশ বিদেশের সবার সাহায্য সহযোগিতায় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিগত করোনা মহামারি থেকে শুরু করে সাবেক কুচাই ইউনিয়ন এলাকার মানুষের জন্য প্রবাসিরা কাজ করে যাচ্ছেন।

বক্তারা হেল্পিং হ্যান্ডস ডট ইউকের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, হেল্পিং হ্যান্ডস ডট ইউকে দক্ষিণ সুরমা সাবেক কুচাই ইউনিয়ন বর্তমান ২৬, ২৭, ৪০, ৪১ ও ৪২ ওয়ার্ডে বিগত সময়ে অসহায়, মানবিক, স্বাস্থ্য, গৃহ নির্মাণ ও মসজিদ, মাদ্রাসার শিক্ষার উন্নয়নে প্রায় কোটি টাকার উপরে অনুদান প্রদান করেছে এবং তাদের আর্থিক সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728