শিরোনামঃ-

» খেলাধুলা সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ১২. জানুয়ারি. ২০২৫ | রবিবার

ডেস্ক নিউজঃ

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফুটবলের আমাদের দেশের গ্রামগঞ্জের অত্যন্ত জনপ্রিয় খেলা। আমাদের প্রতিভাবান খেলোয়াড়রা ক্রীড়াঙ্গনে উদার ও মানবিক মানসিকতা গড়ে তুলতে ভূমিকা রাখতে পারেন। আমাদের তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার উপর গুরুত্ব দিয়েছেন। তার উদ্দেশ্য তরুণরা মাদক থেকে দূরে থেকে ক্রীড়ার মাধ্যমে তাদের মনোযোগ উন্নয়নমূলক কাজে নিবদ্ধ করবে।
খেলাধুলার মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে সঠিক পথে আনা সম্ভব। এটি শুধু খেলাধুলার উন্নয়ন নয়, বরং একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি রবিবার (১২ জানুয়ারি) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডে মজুমদারপাড়া যুব সংঘ আয়োজিত মজুমদার পাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ।
মজুমদার পাড়া যুব সংঘ’র সভাপতি মো. রহিম বক্স’র সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরান হোসেন হেলালের পরিচালনায় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির আহমদ, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দিন শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সারওয়ার রেজা, মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, খলিলুর রহমান খলিল, মিজানুর রহমান নিজাম, কাজল দাশ, শামীম আহমদ, মো. মৃদুল ইসলাস, আকরাম হোসেন, মো. আমজাদ হোসেন মুন্না, ফাহিম সহ ক্লাবের সদস্যরা।
খেলায় চ্যাম্পিয়ান আলোকিত বালুচর আর রানার্স আপ ইয়াসিন একাদশ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728