শিরোনামঃ-

» অপশক্তি রচিত কোন উস্কানিতে পা দেয়া যাবে না :  মিফতাহ্ সিদ্দিকী

প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০২৪ | শুক্রবার

ডেস্ক নিউজঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দীর্ঘ সময় ধরে দেশবাসী গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছে। বিভিন্নভাবে অত্যাচার সহ্য করতে হয়েছে এবং কথা বলার জন্যও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। আমরা অত্যন্ত কঠিন এবং বাজে সময় পার করছি। এ দেশটা আমাদের সবার। সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদিও আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তবুও বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে বিভাজনের কারণে নির্যাতনের শিকার হয়েছি। দাড়ি রাখার মতো ধর্মীয় পরিচয়ের জন্যও অনেক কষ্ট পেতে হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে আমরা সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছি। এখন নতুন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে। এজন্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সহনশীল হতে হবে। অপশক্তির উস্কানিতে পা দেয়া যাবে না।

শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মা’র নামাজের পূর্বে নগরীর কাজলশাহ এলাকায় ইসকন মন্দিরের পাশ্ববর্তী কাজলশাহ জামে মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা আগে সকালে উঠে মসজিদে যেতাম মক্তব শিক্ষা গ্রহণ করতাম এখন এই সুযোগটি নেই, কারণ সবাই পরিবর্তন হয়ে গেছেন। আমাদের ধর্মীয় শিক্ষা প্রয়োজন সকলের কাছে আহ্বান জানাই সকলের সন্তানকে সকালে মক্তবে পাঠান। আমাদের নৈতিক শিক্ষার প্রথম পাঠটাই আসে ধর্ম ও পরিবার থেকে।  আমাদের সন্তানরা অনেক পিছিয়ে পড়েছে। তাই আমাদের খেয়াল রাখতে হবে ধর্মীয় শিক্ষা প্রয়োজন। ধর্মীয় ইসলামকে ধ্বংসের চেষ্টা করে আসছে। আমরা মক্তবকে চালু করতে হবে আগের মত করে। আমাদের সন্তানদের প্রথমে ইসলামিক পরে দৈনন্দিন শিক্ষা প্রয়োজন। ইসলামী শিক্ষা আমাদের সন্তানদের থাকে ভবিষ্যতে একটি সুস্থ জাতি গড়ে উঠবে।

এদিকে, জুমআ নামাজের পর উপস্থিত মুসল্লীদের কুশল বিনিময় করেন তিনি।

এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728