শিরোনামঃ-

» আইনপেশাকে আরো সমৃদ্ধশালী করতে হলে আইনজীবীগণকে আরোও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে : শেখ আশফাকুর রহমান

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২৪ | সোমবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ আশফাকুর রহমান বলেছেন সিলেট বারের ইতিহাস ও ঐতিহ্য অনেক সমৃদ্ধশালী। সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণ বাংলাদেশের বিচারাঙ্গণে বিপুল প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

ভবিষ্যতে আইনপেশাকে আরো সমৃদ্ধশালী করতে হলে আইনজীবীগণকে আরোও গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে হবে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে সমিতির দুইবারের নির্বাচিত সফল সভাপতি অশোক পুরকায়স্থ এডভোকেট এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক-১ মো. সালেহ আহমদ (হীরা) এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মাছুম আহমদ এডভোকেট এর যৌথ সঞ্চালনায় আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য শ্রী মিহির লাল দে এডভোকেট, মো. আখতার হোসেন খান এডভোকেট ও শ্রী জগবন্ধু দাশ এডভোকেটত্রয়ের আইনপেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

সংবর্ধনা প্রাপ্ত আইনজীবীত্রয়কে উদ্দেশ্য করে তিনি আরোও বলেন সৌভাগ্যবান আইনজীবীত্রয়কে দেখে মনে হয় না তারা ইতিমধ্যে আইনপেশায় ৫০ বছর পূর্ণ করেছেন।

এই তিনজন বিজ্ঞ আইনজীবী আইনপেশায় ৫০ বছর কিভাবে কাটিয়ে দিলেন তা ভাবতেই আমি বিস্মিত হই। সংবর্ধনা প্রাপ্ত এই তিনজন বিজ্ঞ আইনজীবী নবীন-প্রবীন আইনজীবীদের মধ্যে আদর্শ হয়ে থাকবেন।

সুবর্ণজয়ন্তী পালনকারী বিজ্ঞ সিনিয়র সদস্য শ্রী মিহির লাল দে এডভোকেট, জনাব মোঃ আখতার হোসেন খান এডভোকেট ও শ্রী জগবন্ধু দাশ এডভোকেট সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজনের জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের মাননীয় মহানগর দায়রা জজ মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ. টি. এম. ফয়েজ উদ্দিন এডভোকেট।

Manual3 Ad Code

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, সরকারী কৌঁসুলি শামীম আহমদ সিদ্দিকী এডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেটের পাবলিক প্রসিকিউটর মো. আশিক উদ্দিন (আশুক) এডভোকেট ও মহানগর দায়রা জজ আদালতের পি.পি. বদরুল আহমদ চৌধুরী এডভোকেট।

সংবর্ধিত অতিথিবৃন্দের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শ্রী মিহির লাল দে এডভোকেট এর সুযোগ্য ভ্রাতুষপুত্র শ্রী বিধান কৃষ্ণ দে, মো. আখতার হোসেন খান এডভোকেট এর সুযোগ্য পুত্র ডাঃ মাহফুজ আক্তার খান ও শ্রী জগবন্ধু দাশ এডভোকেট এর সুযোগ্য পুত্র শ্রী জয়মাল্য দাশ।

Manual1 Ad Code

সংবর্ধিত অতিথিবৃন্দের জুনিয়রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ মামুনুর রশিদ এডভোকেট, তানভীর আখতার খান এডভোকেট।

সংবর্ধিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে শ্রদ্ধাস্মারক পাঠ করেন, সিলেট জেলা আইনজীবী সমিতির দুইবারের নির্বাচিত সফল সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সমিতির সহ সম্পাদক মো. বদরুল আলম শিপন এডভোকেট এবং পবিত্র গীতা পাঠ করেন, সমিতির সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট।

প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথিদেরকে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি-০১ মো. জালাল উদ্দিন এডভোকেট, সহ সভাপতি-০২ মো. নূরুল আমিন এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মো. সাইফুর রহমান খন্দকার (রানা) এডভোকেট, লাইব্রেরী সম্পাদক মো. মেহেদী হাসান সজল এডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কাদির আহমদ এডভোকেট, সহ-সম্পাদক মো. মোজাক্কির হোসেন এডভোকেট, মো. ওয়াজিহুদ্দিন তারিক এডভোকেট ও মো. বদরুল আলম শিপন এডভোকেট।

সুবর্ণজয়ন্তী পালনকারী সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য শ্রী মিহির লাল দে এডভোকেট, মো. আখতার হোসেন খান এডভোকেট ও শ্রী জগবন্ধু দাশ মহোদয়গণকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে কেক কেটে শুভেচ্ছা জানানো হয়।

সুবর্ণজয়ন্তী পালনকারী বিজ্ঞ সিনিয়র সদস্য শ্রী মিহির লাল দে এডভোকেট, জনাব মোঃ আখতার হোসেন খান এডভোকেট ও শ্রী জগবন্ধু দাশ মহোদয়গণকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির মেম্বার্স বেনিভোলেন্ট ফান্ড হতে প্রত্যেককে ৪ লক্ষ টাকার চেক, গোল্ড মেডেল, শ্রদ্ধা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৯ বার

Share Button

Callender

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930