শিরোনামঃ-

» গোলাপগঞ্জ বুধবারী বাজার ইউনিয়নে বিএনপির কর্মীসভা

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২৪ | শনিবার

গণতান্ত্রিক সরকার ছাড়া ফ্যাসিবাদের দোসরদের দমন করা সম্ভব নয় : আবুল কাহের চৌধুরী শামীম

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্র করেছিল। তারা মানুষের ভোটাধিকার হরণ করে রেখেছিল। বিগত ১৫ বছর দেশে কোন ভোট হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। কখনো বিনাভোটে, কখনো মধ্যরাতের ভোটে আবার শেষ সময়ে ডামি ভোটের মাধ্যমে তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। কিন্তু ইতিহাস স্বাক্ষী স্বৈরাচারী হাসিনাকে কঠোর পরিনতি বরণ করতে হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। গণতান্ত্রিক সরকার ছাড়া এই দোসরদের দমন করা সম্ভব নয়। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তিনি শনিবার (১৬ নভেম্বর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আহাদ নানুর সভাপতিত্বে, বিএনপি নেতা আরিফ আহমদ জিলুর পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম।

বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন, নজরুল ইসলাম, শামছুল ইসলাম, হেলাল আহমদ খান, টিপু সুলতান, সুহেদ আহমদ, সাহান আহমদ, দুলাল আহমদ, শাহজাহান আহমদ ও আব্দুল আলিম প্রমূখ।

সভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬ বার

Share Button

Callender

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031