শিরোনামঃ-

» এসএমপি ডিবির অভিযানে ভারতীয় চিনি, একটি পিকআপ ট্রাক সহ ৩ জন চোরাকারবারী গ্রেফতার

প্রকাশিত: ০১. এপ্রিল. ২০২৪ | সোমবার

ডেস্ক নিউজঃ

এসএমপি ডিবির অভিযানে ৩ লক্ষ ৫১ হাজার ৩ শত ৬০ টাকার ভারতীয় চিনি, একটি পিকআপ ট্রাক সহ ৩ (তিন) জন চোরাকারবারী গ্রেফতার।

উপ-পুলিশ কমিশনার (ডিবির) সার্বিক দিক-নির্দেশনায় সোমবার (১ এপ্রিল) অনুমান রাত ৩টা ৪০ মিনিটে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি শাহপরাণ (রহ.) থানাধীন চকগ্রাম, দাসপাড়া সাকিনস্থ মেসার্স এ.ই পেট্রোল পাম্পের সামনে সিলেট-জাফলং মহাসড়কে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ লিটন মিয়া (২৮), পিতা- মৃত জাবেদ মিয়া, মাতা- মোছা: ফাতেমা বেগম, ২। সোহেল মিয়া (২৭), পিতা- মৃত ছিদ্দেক আলী, মাতা- সুফিয়া বেগম, উভয় সাং- বহর আ/এ, আল-বারাকা মাদ্রাসা রোড, থানা- শাহপরাণ (রহ:), জেলা- সিলেট, ৩। মুসা মিয়া (২১), পিতা- আব্দুল মতিন, মাতা- খোদেজা বেগম, সাং- উমনপুর, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেটদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকালে উক্ত আসামীগণের হেফাজত হতে ৬১ (একষট্টি) বস্তা ভারতীয় চিনি মূল্য অনুমান ৩ লক্ষ ৫১ হাজার ৩ শত ৬০ টাকার ও উক্ত ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ১ (একটি) নম্বর বিহীন পিকআপ ট্রাক পেয়ে জব্দ করা হয়।

আসামীগণের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করলে এসএমপি শাহপরাণ (রহ.) থানার মামলা নং-১, তাং-০১/০৪/২০২৪ খ্রিঃ ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৮১ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30