» চিনি চোরাকারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানালেন ড. মোমেন

প্রকাশিত: ১৮. জুন. ২০২৪ | মঙ্গলবার

নিউজ ডেস্কঃ

সিলেট ১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চিনি চোরাকারবারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৭ জুন) দৈনিকসিলেটডটকমের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, সিলেটের আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে বিপুল পরিমান ভারতীয় চিনি এবং বেশ কয়েকজন চোরাকারবারি ও চাঁদাবাজকে আটক করেছে। আমি তাঁদের এই কাজের জন্য ধন্যবাদ জানাই।

ড. মোমেন বলেন, ঈদের দিন আমি বাসার বাইরে না যাওয়ায় অনেকেই আমার সাথে দেখা করতে এসে ছবি তুলেছেন। আমি তাঁদের অনেককে ব্যক্তিগতভাবে চিনি না। এদের মধ্যে কিছু সংখ্যক অপরাধীও থাকতে পারে। আমার সাথে ছবি আছে এটা দেখে এই সব অপরাধীদের শাস্তির ব্যাপারে কোন ধরণের শৈতল্য না দেখাবার জন্যও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, দুর্নীতিবাজ, চোরাকারবারি এবং চাঁদাবাজ দেশ জাতি এবং সমাজের শত্রু।

এদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। আর সে জন্য প্রত্যেকের উপর ন্যস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১০০ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31