শিরোনামঃ-

» সিগারেট বাকি না দেয়ায় দোকানদারকে খুন; আটক ১

প্রকাশিত: ২১. জুন. ২০২৪ | শুক্রবার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে সিগারেট বাকি না দেওয়ায় এমরান মিয়া (২২) নামে এক মুদি দোকানিকে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক করা হয়েছে ঘাতক লিটন মিয়াকে।
শুক্রবার (২১ জুন) সকাল ৮টার দিকে সুনামগঞ্জর তাহিরপুর-বাদাঘাট সড়কের পাশে হোসনারঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
এমরান ওই গ্রামের সাজিদ মিয়ার ছেলে। হত্যার অভিযোগে উপজেলার হোসনারঘাট গ্রামের বিল্লাল মিয়ার ছেলে লিটন মিয়াকে (৩৪) আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার হোসনারঘাট এলাকায় বসতঘরের ভেতর থাকা ছোট রুমে মুদির ব্যবসা করতেন এমরান মিয়া। একই গ্রামের লিটন মিয়া অনেকদিন থেকে ওই দোকান থেকে বাকিতে সিগারেটসহ নানা পণ্য সামগ্রী ক্রয় করেও বকেয়া পরিশোধে গড়িমসি করে আসছিলেন। বকেয়া টাকা পরিশোধ না করেই ফের শুক্রবার সাত সকালে ওই মুদি দোকান থেকে বাকিতে সিগারেট নিতে যান লিটন।
এমরান বাকিতে সিগারেট না দেওয়ায় প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে নিজ বাড়ি থেকে ধারালো দা নিয়ে এসে লিটন দোকানের ভেতরই কোপাতে থাকেন এমরানকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
হত্যকাণ্ডের পর ভারতে পালিয়ে যাওয়ার পথে খবর পেয়ে বাদাঘাট ফাঁড়ির পুলিশ ঘাতক লিটনকে সকাল ৯টার দিকে আটক করে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। এ হত্যকাণ্ডের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৮ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728