শিরোনামঃ-

» ৭এপিবিএন এর অভিযানে ১টি চোরাই মোটরসাইকেলসহ ০২ জন আটক

প্রকাশিত: ০২. মার্চ. ২০২৪ | শনিবার

ডেস্ক নিউজঃ

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশেনায় সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান এর নেতৃত্বে শনিবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সময় এসএমপি, সিলেট এর কোতয়ালী থানাধীন তকদীর পয়েন্টস্থ পাওয়ার ডেভেলপয়েন্ট বোর্ড হাই স্কুলের সামনে অভিযান পরিচালনা করে ১টি চোরাই মোটরসাইকেলসহ ২ জন আসামীকে গ্রেফকার করা হয়।

উদ্ধারকৃত মোটর সাইকেলটি কালো খয়েরি ও সিলভার রংয়ের YAMAHA R15 V2 150 সিসি যাহার চেসিস নং-2CL11200735, এবং ইঞ্চিন নং- 2CL1001761,

গ্রেফতারকৃত ১। আহসান আহমেদ শরিফ (২২), এর পিতা-রাজু হোসেন, সাং- পাঠানটুলা, শ্রাবনী-১৯, থানা- জালালাবাদ, এসএমপি, সিলেট এবং ২। মোঃ রাকিব আহমেদ (২১) এর পিতা- মোঃ কামাল মিয়া, সাং-সুবিধবাজার বন কলাপাড়া, থানা- এয়ারপোর্ট, এসএমপি, সিলেট।

এস আই আবুল বাশার ঘটনার বিষয়ে বাদী হয়ে কোতয়ালী থানা এসএমপি সিলেট, এজাহার দায়ের করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৮ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728