» ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২৩ | বৃহস্পতিবার

ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিশ্বনবী (সা.) এর আদর্শ অনুসরনের বিকল্প নেই : এডভোকেট জসিম উদ্দিন সরকার

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন সরকার বলেছেন, মানবতার মুক্তি দূত মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) হচ্ছেন গোটা মানবজাতির প্রতি রহমত। মুসলিম উম্মাহর জীবন পরিচালনার একমাত্র আর্দশ। কারণ নবীজী (সা.) কে অনুস্মরণের মধ্যেই মানবতার কল্যাণ নিহিত। দুনিয়াব্যাপী আজ শান্তি ও ন্যায় বিচারের জন্য কত হাহাকার। অথচ ১৪ শত বঃসর আগে বিশ্বনবী (সাঃ) গোটা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করে বুঝিয়ে গেছেন কুরআন হাদীসের অনুসরণই দুনিয়ায় শান্তি ও পরিকালিন মুক্তির গ্যারান্টি দিতে পারে। ল’ইয়ার্স কাউন্সিল আইনজীবীদের কাছে নবীজী (সা.) আর্দশ ছড়িয়ে দিতে কাজ করছে। আমাদের মনে রাখতে হবে জীবন পরিচালনার ক্ষেত্রে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিশ্বনবী (সা.) সর্বোৎকৃষ্ট উদাহরণ। নবীজী (সা.) এর অনুসরণের মধ্যেই আমাদের ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ নিহিত রয়েছে।

তিনি বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কাউন্সিলের সিলেট মহানগর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজনীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল ও যুগ্ম সম্পাদক এডভোকেট সলমান উদ্দিন।

সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার হলের ৪র্থ তলায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো. সামছুল হক, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট রবিউল ইসলাম, এডভোকেট মকসুদ আহমদ, এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট সিরাজুল ইসলাম ও এডভোকেট আব্দুল খালিক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল হক, সিনিয়র আইনজীবী এডভোকেট তানভীর আক্তার খান, এডভোকেট সোলায়মান, এডভোকেট লিয়াকত, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট মিজানুর রহমান, এডভোকেট তোফায়েল আহমদ, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট তাজরিহান জামান, এডভোকেট সাদেক আহমদ সাজন, এডভোকেট মাসহুদ আহমদ চৌধুরী মহসিন, এডভোকেট মমিনুজ্জামান, এডভোকেট কাজী আতিকুল হক, এডভোকেট আব্দুল গাফফার, এডভোকেট রেজাউল করিম তালুকদার, এডভোকেট আহাদ সিদ্দিকী, এডভোকেট তৌহিদুল ইসলাম সোহাগ, এডভোকেট নাজমুল ইসলাম, এডভোকেট নাজমুল হুদা, এডভোকেট রফিকুল ইসলাম লোদী, এডভোকেট আবুল কালাম, এডভোকেট মঈনুল ইসলাম, এডভোকেট জুনেদ আহমদ, এডভোকেট রহমত আলী, এডভোকেট কবির আহমদ, এডভোকেট রেদওয়ানুল হক ও এডভোকেট ইকবাল আহমদ প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, এডভোকেট আব্দুল গাফফার। ইসলামী সংগীত পরিবেশন করেন এডভোকেট আব্দুল কাইয়ুম।

সভাপতির বক্তব্যে এডভোকেট আলিম উদ্দিন বলেন, মানবতার মুক্তিদূত মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন অনুসরনের মাঝেই মুসলিম উম্মাহর সকল কল্যান নিহিত। শুধু দিন বিশেষ আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে গোটা জীবন পরিচালনায় মহানবী (সাঃ) এর জীবন চরিত্রকে মেনে চলার শপথ নিতে হবে। তাহলে আমাদের এই আয়োজন সার্থক হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৪ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31