শিরোনামঃ-

» বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের ইফতার মাহফিল

প্রকাশিত: ১০. এপ্রিল. ২০২৩ | সোমবার

আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায়
আইনজীবিদের কাজ করতে হবে : এডভোকেট জুবায়ের

ডেস্ক নিউজঃ

সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবি, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, পবিত্র মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। এই মাস হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস।

ইসলামের সকল বিধান শুধু মুসলমান নয়, গোটা মানবজাতির জন্য কল্যাণকর। কুরআন নাযিলের মাসে কুরআন হাদীসের অধ্যয়ন করতে হবে। অর্থসহ কুরআন হাদীস বুঝে পড়ার অভ্যাস করতে হবে। মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক জীবন পরিচালনার শপথ নিতে হবে। ইসলাম মানবাধিকার, সাম্য ও ন্যয় বিচার প্রতিষ্ঠার কথা বলে। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবিদের কাজ করার শপথ নিতে হবে।

তিনি সোমবার (১০ এপ্রিল) সিলেট জেলা বারের ২নং হলে অনুষ্ঠিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কাউন্সিলের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট মহানগর উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান আলী। মাহফিলে দারসুল কুরআন পেশ করেন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।

অন্যান্যের বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট মহানগর সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, সহকারী সেক্রেটারী এডভোকেট আজিম উদ্দিন ও সিলেট জেলা কর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মো: সফিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন, সিলেট জেলা আইনজীবি সমিতির যুগ্ম সম্পাদক-১ মো: সলমান উদ্দিন এডভোকেট, মো: সাইফুর রহমান এডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক মো: আকমল হোসেন এডভোকেট, প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, সাবেক নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান এডভোকেট, সাবেক সহ-সভাপতি অলিউল্লাহ মারুফ এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মতিউর রহমান এডভোকেট, জামিল আহমদ রাজু এডভোকেট, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সিলেটের সেক্রেটারী বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সিলেট জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক জোহরা জেসমিন এডভোকেট, পেশাজীবী থানা সেক্রেটারী ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, ব্যারিষ্টার মোজাক্কির হোসেন, আরিফ আহমদ এডভোকেট, সাদিকুর রহমান রিপন এডভোকেট, রবিউল ইসলাম এডভোকেট, সিরাজুল ইসলাম ফটিক এডভোকেট, সেলিম মোহাম্মদ আলী আজগর এডভোকেট, দেলোয়ার হোসেন শামীম এডভোকেট, রহমত আলী এডভোকেট, জুনেদ আহমদ এডভোকেট, আব্দুর রউফ মিলাদ এডভোকেট, তাহমিনুল ইসলাম খান এডভোকেট, সিরাজুল ইসলাম এডভোকেট, শাহেদ আহমদ এডভোকেট, আবুল কালাম এডভোকেট, সালেহ আহমদ এডভোকেট, মুমিনুজ্জামান এডভোকেট, দেলোয়ার হোসেন এডভোকেট, মোজাক্কির হোসেন এডভোকেট, মাহফুজুর রহমান এডভোকেট, মোশতাক আহমদ এডভোকেট ও মোস্তাফিজুর রহমান এডভোকেট প্রমূখ।

মাহফিলে ল’ইয়ার্স কাউন্সিলের সদস্যবৃন্দ ছাড়া জেলা বারের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক আইনজীবি উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করেন জজ কোর্ট জামে মসজিদের মুয়াজ্জিন।

সভাপতির বক্তব্যে এডভোকেট আলিম উদ্দিন বলেন, রমযান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস তাই পবিত্র এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে। এই শিক্ষা শুধু রমজান মাস নয়, বছরের প্রতিটি মাসেই ধরে রাখতে হবে। তাহলে ইহকালিন সফলতা ও পরকালিন মুক্তি নিশ্চিত হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৮ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031