শিরোনামঃ-

» মহানগরীতে চুরি-ছিনতাই বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে জাগো সিলেট আন্দোলন

প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২২ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট মহানগরীতে চুরি-ছিনতাই বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে জাগো সিলেট আন্দোলন। সিলেট নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় দিন দিন বেড়েই চলেছে চুরি-ছিনতাই। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনকে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

শনিবার (১৫ অক্টোবর) বিকেলে জাগো সিলেট আন্দোলনের মেন্দিবাগস্থ কার্যালয়ে আয়োজিত সভায় বক্তারা এ আহ্বান জানান। বক্তারা আরো বলেন, নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় আলোক বাতি না থাকার ফলে চুরি-ছিনতাই ঘটে চলেছে প্রতিনিয়ত। ইদানিংকালে পাড়া মহল্লায় কিশোর গ্যাং এর উৎপাত বেড়েই চলেছে। কিশোর গ্যাং এর অপতৎপরতা ও চুরি-ছিনতাই রোধে প্রশাসনকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান নেতৃবৃন্দ।

জাগো সিলেট আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন আলো’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফি উদ্দিন রুকনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আব্দুর রহিম, সম্রাজ মিয়া, আরিফ মিয়া, রেজওয়ান আহমদ রাকিন, মিজানুর রহমান ইয়াসিন, নাসির বক্স, জাহাঙ্গীর আলম, মো: আব্দুর রব, মো: দুখু মিয়া প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৭ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031