শিরোনামঃ-

» হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে হবে : সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট

প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০২২ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ

হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার (৮ এপ্রিল) বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিতহয়েছে।

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলা শাখার সংগঠনক হারুন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, কৃষক নেতা ইউসুফ আলী, সুমন মিয়া, শ্রমিক নেতা মনজুর আহমদ, মামুন বেপারি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার আহ্বায়ক সনজয় শর্মা প্রমূখ।

সমাবেশে বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর বলেন,বাঁধ নির্মাণে অনিয়ম , দূর্নীতি, ধীরগতি এবং সর্বোপরি তাদের কর্মকর্তা ও ঠিকাদারি সংস্থার স্বেচ্ছাচারীতার কারণে এখন হাওরের ফসল চরম ঝুঁকির মধ্যে পড়েছে। ২৮ ফেব্রুয়ারীর মধ্যে হাওর রক্ষার সমস্ত কাজ শেষ হবার কথা থাকলেও তা শেষ হয়নি। অথচ সিলেট অঞ্চলের ফসল রক্ষা বাঁধ নির্মাণের বরাদ্দকৃত ১৩১ কোটি ৭লাখ টাকার মধ্যে ৭১কোটি টাকা যথাযথ ভাবে কাজ না করেও পিআইসি তুলে নিয়েছে। হাওরের বোরো ধান দেশের খাদ্যের এক বড় অংশের যোগান দিয়ে থাকে। অথচ হাওরের ফসল রক্ষা করা, হাওর অঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষা করা জন্য পানি উন্নয়ন বোর্ড, হাওর উন্নয়ন বোর্ড সহ সরকারের কার্যকর কোন পদক্ষেপ নেই।

আবু জাফর, অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, একই সাথে হাওর রক্ষার বর্তমান অকার্যকরী আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা পরিবর্তন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930