শিরোনামঃ-

» দফায় দফায় পুলিশী বাঁধা উপেক্ষা করে সিলেটে ছাত্রদলের ছাত্র সমাবেশ

প্রকাশিত: ২০. অক্টোবর. ২০২১ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। কিন্তু দফায় দফায় পুলিশী বাঁধার কারনে ঠিকমতো পূর্ণ নির্ধারিত জায়গায় সমাবেশ করতে পারেনি ছাত্রদল।

শুরুতে ময়ূরকুঞ্জ সেন্টারে ছাত্র সমাবেশের স্থান নির্ধারণ করা ছিল। কিন্তু পুলিশ সেখানে বাধা হয়ে দাঁড়ায়। পরে ছাত্রদলের নেতাকর্মীর স্থান পরিদর্শন করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম.এ সালামের বাড়ির উঠোনে সভার আয়োজন করেন। সেখানেও পুলিশ বাঁধা দিলে, পুলিশী বাঁধা উপেক্ষা করে ছাত্রসমাবেশ করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম.এ সালাম।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। কারণ তারা জানে- দেশে তাদের কোন জনপ্রিয়তা নেই। একবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুন, আওয়ামী লীগের কোন অস্তিত্বই খুজে পাওয়া যাবে না।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুল রহমান খোকন বলেন, একটি সমাবেশ করতে গিয়ে ২-৩ বার পুলিশী বাঁধায় সম্মুখীন হয়েছি। এটা কোন গণতান্ত্রিক রাষ্ট্রের কার্যকলাপ হতে পারে না। দফায় দফায় পুলিশী বাঁধা প্রমাণ করে সরকার ছাত্রদলকে ভয় পায়। অচিরেই এসব বাাঁধা উপেক্ষা করে তূমূল আন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার গঠন করা হবে।

তিনি বলেন, মানুষ কথা বলার সাহস হারিয়ে ফেলেছে। মানুষের মাঝে স্বাধীনতা নেই। পুরো দেশটা যেন কারাগারে রূপান্তরীত হয়েছে। সরকার বিএনপি, ছাত্রদল নেতাকর্মীদের মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিতে নানা টালবাহানা করছে। একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। কোন কিছুই এ সরকারকে আর টিকিয়ে রাখতে পারবে না। আওয়ামী সরকারের বিদায়ের ঘন্টা বাজতে আর বেশী দূর নয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক কাওছার, ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফুল হক আরিফ, যুগ্ম সম্পাদক শ্যমল মালুম, সহ-সাধারন সম্পাদক মোঃ জামিল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) রায়হান উদ্দিন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ তারেক মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রফি, সদস্য সচিব আল মারুফ শাহজাহান, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল মিয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল কাশেম মোঃ সুহেল, সদস্য সচিব রুফিয়ান আহমদ সবুজ, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস রাজু, ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ, সদস্য সচিব রুবেল আহমদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমদ, সদস্য সচিব মুমিনুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রহমান, সদস্য সচিব ইকবাল হোসেন, কানাইঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন আল আমীন, সদস্য সচিব রাসেল আহমদ চৌধুরী, কানাইঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ান আহমদ, সদস্য সচিব সোহেল আহমদ জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আলম শাওন, সদস্য সচিব সুহেল আহমদ রিমন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজীম আহাদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী, সদস্য সচিব মাফরুজ আলম টিপু, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মইনুল রশিদ, সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী ইমন, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের আহ্বায়ক আয়নুল আবেদীন, সদস্য সচিব আরিফুল ইসলাম রনি জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল জব্বার চৌধুরী রুবেল সদস্য সচিব রাজু আহমদ, জকিগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জবরুল ইসলাম ইমন সদস্য সচিব মাহবুব আলম মাহবুব, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান সজল, সদস্য সচিব আদিল হোসেন সাকিব, বালাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজু মিয়া সদস্য সচিব জুনেদ আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭০ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031