শিরোনামঃ-

» কোম্পানীগঞ্জে আপন ভাইকে বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা

প্রকাশিত: ২৬. মে. ২০২১ | বুধবার

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাঘারপাড় গ্রামে আপন ছোট ভাই আব্দুল লতিফকে বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা করছেন আপন বড় ভাই আব্দুল মন্নান (৫০)। অকথ্য ভাষায় গালিগালাজ করা, রাস্তা আটকে দেওয়া, মারধর ও প্রাণে হত্যার হুমকি সহ নানা ভাবে আব্দুল লতিফকে হয়রানি করছেন আব্দুল মন্নান। গত ২৪ মে রাত ৮টায় আব্দুল লতিফকে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টা করে আব্দুল মন্নান ও তার সহযোগিরা।

এ ঘটনায় পরদিন ২৫ মে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ করেছেন আব্দুল লতিফ। অভিযোগ নং- ১৩২১।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার সম্পত্তি দখল করতে চায় তার ভাই বড় ভাই আব্দুল মন্নান, তার স্ত্রী ও সন্তানেরা। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যান। যেকোন সময় তারা দলবদ্ধ আক্রমণ করে তাকে প্রাণে হত্যা করতে পারে, এমন আশঙ্কায় রয়েছেন তিনি। এমন অবস্থায় তিনি পুলিশ প্রশাসন ও সরকারের উর্ধ্বতন মহলের কাছে সাহায্য কামনা করেছেন।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৪ বার

Share Button

Callender

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031