শিরোনামঃ-

» শংকু রানীর প্রতারণা; সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিবৃতি

প্রকাশিত: ২২. এপ্রিল. ২০২১ | বৃহস্পতিবার

নিজস্ব রিপোর্টারঃ

কখনো আইনজীবী, কখনো আয়কর আইনজীবী, কখনো সাংবাদিক এবং কখনো মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে থাকেন শংকু রানী সরকার (লিলি) নামীয় ব্যাপক আলোচিত ও সমালোচিত এই নারী।

এধরনের পরিচয় দিয়ে অনেক সাধারণ জনতার নিকট থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন ঐ মহিলা।

বুধবার (২১ এপ্রিল) সিলেটের আদালত পাড়ায় এরকম প্রতারণা করতে গিয়ে ফেঁসে যান শংকু রানী সরকার।

জনৈক মহিলার ছেলেকে জেল হাজত থেকে ছাড়িয়ে দিবেন বলে শংকু রানী সরকার তাঁর কাছে থেকে ৪৫ হাজার টাকা হাতিয়ে নেন এবং বিভিন্ন অজুহাতে ঐ মহিলাকে হয়রানি করে চলেছেন।

পরিশেষে, বুধবার আদালত পাড়ায় শংকু রানী প্রতারণা করতে গিয়ে তাকে সাধারণ জনতা আটক করেন এবং অবশেষে মাফ চেয়ে জেলা বারের নেতৃবৃন্দের সহযোগিতায় মুক্তি পান।

এ লক্ষ্যে, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক মোঃ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ এমদাদুল হক বলেন, শংকু রানী সরকার (লিলি) আমাদের বারের কোন সদস্য নয়। ২০১৩ সালে তাকে যেকোন কারনে সিলেট জেলা কর আইনজীবী সমিতি থেকে বহিস্কার করা হয়েছিল।

এ ব্যাপারে তাঁরা সবাইকে সতর্ক থাকতে ও বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩০ বার

Share Button

Callender

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930