» বৃষ্টিতে সড়ক কর্দমাক্ত হয়ে ঘটছে মারাত্মক দূর্ঘটনা

প্রকাশিত: ৩০. মার্চ. ২০২১ | মঙ্গলবার

বড়লেখা প্রতিনিধি মাহিনুর ইসলামঃ
বড়লেখার ফকিরবাজারে গতকাল রাতের বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে পড়েছে সড়ক। একটির পর একটি ঘটছে দূর্ঘটনা।

ইটভাটায় পরিবহনের এবং মালিকানাধীন ভূমি ভরাটের কাজে নিয়জিত ট্রাক্টর থেকে সড়কে উপচে পড়া মাটি সামান্য বৃষ্টির পাানিতেই কাদা জমে যায়। জমে থাকা কাদায় পিচ্ছল হয়ে বিশেষ করে দুই চাকার যানগুলো দূর্ঘটনার কবলে পরেছে।

জানা যায়, সকাল থেকে এই পর্যন্ত ৪টি মোটরসাইকেল কাদায় স্লিপ হয়ে পড়ে গিয়েছে। অনেকে আবার আহত হয়েছেন।

জনৈক সিএনজি চালক বলেন, অনেকদিন থেকেই স্থানীয় সমাজসেবকদের এ বিষয় অবগত করলেও কেউ তেমন কোন গুরুত্ব দেননি।

পথযাত্রী একজন জানান, রাস্তার এই বেহাল অবস্থার কারণে আজকের ঘটে যাওয়া দূর্ঘটনাগুলো যাতে আর না হয় সেজন্য আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষন করছি।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০১ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31