শিরোনামঃ-

» হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের মাস্ক ও লিফলেট বিতরণ

প্রকাশিত: ২১. মার্চ. ২০২১ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

“মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক সচেতনতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের উদ্দ্যোগে লিফলেট, মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার (২১ মার্চ) সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও কিশোরগঞ্জের ভৈরব, কটিয়াদী, ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোড এলাকা এবং নরসিংদীর কিছু অংশে যানবাহনে বাজারের সাধারণ জনগণের মধ্যে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণের জন্য সচেতনতামূলক লিফলেট, মাস্ক বিতরণ কর হয়েছে।

এসময় পুলিশের পক্ষ থেকে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান পুলিশ কর্মকর্তারা।

সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।এসময় মাস্ক পরিধান নিশ্চিতে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।

হাইওয়ে পুলিশ এই সচেতনতামূলক এ কার্যক্রম চালিয়ে যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮২ বার

Share Button

Callender

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031