শিরোনামঃ-

» পুলিশি অভিযানে ২১০ পিছ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ০৫. মার্চ. ২০২১ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ

অদ্য শুক্রবার (৫ মার্চ) আনুমানিক ১২টা ৪৫ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ আনোয়ারুল হোসাইন ও পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আবু খালেদ মামুনের নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ মাহাবুর আলম মন্ডল, এএসআই(নি.)/১৩৬ দুলাল হোসাইন, এএসআই(নিঃ)/৬৯৬ ভূলন চন্দ্র দেব, কনস্টেবল/১০৮৩ মাসুদুর রহমান, কনস্টেবল/৯৫৫ আব্দুল কাদির, কনস্টেবল/৫৫৮ দীপু সিংহ, কনস্টেবল/১৫৭২ জালাল উদ্দিন, কনস্টেবল/১৮৬৮ ইকবাল হোসেন-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর সাকিনের পিরোজপুর আবাসিক এলাকাস্থ কয়েছ আহমদের বসতঘরের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। কয়েছ আহমদ @ লেংড়া কয়েছ (৫০), পিতা- মৃত ময়না মিয়া, মাতা- মৃত রাণী বেগম, সাং- পিরোজপুর, কয়েছ মিয়ার বাড়ী, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ২। পলাশ মিয়া (২৩), পিতা- উজ্জল মিয়া, মাতা- নূরজাহান বেগম, সাং- সোলাশিয়া, কলাবাগান, থানা- গফরগাঁও, জেলা- ময়মনসিংহ, বর্তমানে- কয়েছ মিয়ার বাড়ী, পিরোজপুর, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট নামীয় দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে আসামী ১। কয়েছ আহমদ @ লেংড়া কয়েছ (৫০) এর হেফাজত হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিস এবং আসামী ২। পলাশ মিয়া (২৩) এর হেফাজত হতে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট সহ সর্বমোট (১৫০+৬০)= ২১০ (দুইশত দশ) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, আসামীদ্বয় পেশাগত মাদক ব্যবসায়ি এবং মাদক সহ বিভিন্ন অপরাধ কর্মের সহিত জড়িত।

১নং আসামী কয়েছ আহমদ @ লেংড়া কয়েছ (৫০) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।

ইতিপূর্বে সে মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক মাদক ও অস্ত্রসহ গ্রেফতার হয়েছে। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে, তার বিরুদ্ধে নিম্নোক্ত মামলা গুলো রয়েছে।

১। এসএমপি এর দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং-১৮/১৪২, তারিখ- ১৪ জুন, ২০১৯; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮,

২। এসএমপি এর দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং-১৫, তারিখ- ১৮ আগষ্ট, ২০১০; জি আর নং-১৬০/১০, তারিখ- ১৮ আগষ্ট, ২০১০; ধারা- ১৯ (ধ) ১৮৭৮ সালের অস্ত্র আইন,

৩। এসএমপি এর দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং-১৬, তারিখ- ১৮ আগষ্ট, ২০১০; জি আর নং-১৬১/১০, তারিখ- ১৮ আগষ্ট, ২০১০; ধারা- ১৮৬/৩৩২/৩৫৩/৩৪ পেনাল কোড-১৮৬০;

৪। এসএমপি এর শাহপরাণ (রঃ) থানার এফ আই আর নং-১৫/৪৬, তারিখ- ২৩ মার্চ, ২০১৯; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;

৫। এসএমপি এর দক্ষিণ সুরমা থানার এফ আই আর নং-৯/১০২, তারিখ- ০৯ জুন, ২০১৮, ধারা- ১৯(১) এর ৯(ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ;

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৫ বার

Share Button

Callender

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031