শিরোনামঃ-

» সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২১ সনের ৬ কোটি টাকার বাজেট পাশ

প্রকাশিত: ১৭. ফেব্রুয়ারি. ২০২১ | বুধবার

নিজস্ব রিপোর্টারঃ

অদ্য বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ২টার সময় সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে সমিতির বার্ষিক বাজেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সম্মানীত সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদকদ্বয় এডভোকেট মোহাম্মদ শিব্বির আহমদ (বাবলু) ও এডভোকেট মুমিনুর রহমান (টিটু) এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বাজেট সাধারণ সভার প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এডভোকেট মুফতি মাওলানা মোঃ আব্দুর রহমান চৌধুরী এবং পবিত্র গীতা পাঠ করেন, এডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী।

সভায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক সেলিম এডভোকেট বার্ষিক বাজেট সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন এবং সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান বার্ষিক বাজেট সাধারণ সভার শুরুতে সমিতির ২০২১ সনের ৬ কোটি ১ লক্ষ ৪৮ হাজার ৫ শত ৩৫ টাকার বাজেট উপস্থাপন করেন।

উক্ত বাজেট সাধারণ সভায় উপস্থিত ছিলেন, সমিতির সহ সভাপতি-১ এডভোকেট এ কে এম ফখরুল ইসলাম, সহ সভাপতি-২ এডভোকেট পান্না লাল দাস, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আজিম উদ্দীন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মকসুদ আহমদ, লাইব্রেরী সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল মুকিত (অপি), প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ আলিম উদ্দীন, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মইনুল হক ও এডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম, সহ-সম্পাদক এডভোকেট কবির আহমদ, এডভোকেট মোঃ কাওছার আহমদ ও এডভোকেট মোবারক হোসাইন, কার্যনির্বাহী কমিটির সদস্য সর্বজনাব এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট মোঃ ওবায়দুর রহমান, এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), এডভোকেট কল্যাণ চৌধুরী, এডভোকেট মোঃ রাজ উদ্দিন, এডভোকেট মোঃ আব্দুল মান্নান চৌধুরী, এডভোকেট এ.এস.এম. আব্দুল গফুর, এডভোকেট লুৎফা বেগম চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন আহমদ, এডভোকেট এম.ই.এম. ইকবালুর রহমান ও এডভোকেট আবু মোহাম্মদ আসাদ এবং সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, বিজ্ঞ সিনিয়র এডভোকেট সহ আট শতাধিক আইনজীবী সভায় উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক উপস্থাপিত বাজেট সম্পর্কে গঠনমূলক আলোচনার জন্য সভায় উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে আহ্বান জানালে আলোচনায় অংশ গ্রহণ করেন, সমিতির বিজ্ঞ সদস্য যথাক্রমে সর্বজনাব সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এডভোকেট এ কে এম শমিউল আলম, এডভোকেট মোহাম্মদ লালা, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), এডভোকেট অশোক পুরকায়স্থ, এডভোকেট হোসেন আহমদ, এডভোকেট মোঃ আব্দুল কুদ্দুছ, এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, এডভোকেট আবুল খায়ের হেলাল আহমদ, এডভোকেট মোঃ বদরুল আহমদ চৌধুরী ও এডভোকেট শফিকুল ইসলাম সবুজ প্রমুখ।

সমিতির সভাপতি এডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন বাজেটের উপর সমাপনী বক্তব্য প্রদানকালে সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক সর্বমোট ৬ কোটি ১ লক্ষ ৪৮ হাজার ৫ শত ৩৫ টাকা আয়, ৬ কোটি ৫৪ হাজার ৩ শত ১১ টাকা ব্যয় এবং ৯৪ হাজার ২ শত ২৪ টাকা উদ্বৃত্ত সম্বলিত বাজেট অনুমোদনের জন্যে প্রস্তাব করলে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে করতালির মাধ্যমে প্রস্তাবিত বাজেট অনুমোদিত ও গৃহীত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৭ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031