শিরোনামঃ-

» ধর্ষণ কারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন টুলটিকর ইউনিয়নের সর্বস্তরের মানুষ

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২০ | বুধবার

গুটি কয়েক কুলাঙ্গারের কারণে সিলেটের সুনামক্ষুন্ন হতে দেওয়া হবেনা : কাউন্সিলর আজাদ

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের সাথে জড়িত দুর্বৃত্তদের সর্ব্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন টুলটিকর ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

কলেজ ছাত্রবাসের সামনে টুলিটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলী হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, হজরত শাহজালাল (র.) পূণ্যভূ মিসিলেটের সাতশত বছরের ইতিহাসেকলঙ্ক লেপনকরেছে দুর্বৃত্তরা।

১২৮ বছর বয়সী কলেজের ইতিহাসে এমনবর্বরোচিত ঘটনা আর ঘটেনি। দুর্বৃত্তরা সারাদেশে সিলেটের নামের সাথে কলঙ্ক রেখাটানতে চেয়েছিল। গুটিকয়েক কুলাঙ্গারের কারণে সিলেটের সুনামক্ষুন্ন হতে দেওয়া হবেনা।

মামলার ৯ আসামি ছাড়া গোটা সিলেটবাসী এই বর্বর ঘটনার বিচারের দাবিতে উন্মুখ।

দ্রুত বিচার আইনে ছাত্রলীগনামধারী এই ধর্ষকদে রবিচার নিশ্চিতের আহবানজানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, সিলেটের ইতিহাসঅতীত থেকেই সমৃদ্ধ। এই সমৃদ্ধ ইতিাসের অন্যতম স্তম্ভ এমসি কলেজ। শতাধিক বছর ধরেসগৌরবে নিজেকে মেলেহাজার হাজার কৃতিশিক্ষার্থী উপহার দিয়েছে। করোনা কালে কলেজ ছাত্রাবাস বন্ধ থাকলেও কার বাকাদের ইন্ধনে দুর্বৃত্তরা কলেজ ছাত্রাবাসে থাকার সুযোগ পেয়েছে, তাওখতিয়ে দেখা দরকার।

মানববন্ধনে প্রধানঅতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন খান, মুক্তিযোদ্ধা আমির উদ্দিন, এনাম আহমদ, আল মামুন খান, সিরাজুল ইসলাম, মাওলানা মাসুমুর রহমান, সাবেক মেম্বার মো. জমির উদ্দিন, বদর উদ্দিন খান বাবুল, সালা উদ্দিন স্বপন,টুলটিকর ইউপি সদস্য আকবর কবির সায়েম, হাবিবুর রহমান ফয়ছল, সুহিন আহমদ চৌধুরী, মো. কাছা মিয়া, আবদুল মালেক, গিয়াস আহমদ, মো. শাহআলম, মো. রাজামিয়া, সদস্যা শিরিন আক্তার প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩০০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930