শিরোনামঃ-

» সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী জলধীর রঞ্জন চৌধুরীর পরলোকগমন

প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০২০ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী জলধীর রঞ্জন চৌধুরী আর নেই। তিনি বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

তিনি সিলেটের রাজা জি.সি. হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক, জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেট জেলা শাখার সভাপতি, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্রের অন্যতম প্রতিষ্ঠাতা, সিলেট বিবেক এর প্রধান সমন্বয়ক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ওতপ্রতোভাবে জড়িত ছিলেন।

বিশ্বনাথের কালীজুরী গ্রামে প্রয়াত যুগেন্দ্র চন্দ্র চৌধুরী ও মাতা প্রয়াত সুনীতি বালা চৌধুরীর ৭ পুত্র ও ৩ কন্যার মধ্যে তিনি ছিলেন ৩য় সন্তান। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সহ বহু আতœীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেট বিভাগীয় শাখার সভাপতি এড. নিরঞ্জন দাশ, সাধারণ সম্পাদক এ্যাপেক্সীয়ান চন্দন দাশ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, মহানগর শাখার সভাপতি বিনয় ভূষণ তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাপেক্সীয়ান অধীর চন্দ্র সূত্রধর, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্রের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবঃ ডিজিএম প্রণব কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক এ্যাপেক্সীয়ান চন্দন দাশ, সিলেট বিবেক এর প্রধান সমন্বয়ক এড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সভাপতি বেনু ভূষণ দাশ সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার প্রমুখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930