শিরোনামঃ-

» বন্দরবাজার ও জেলরোড ব্যবসায়ীদের প্রতিবাদ সভা

প্রকাশিত: ৩০. মার্চ. ২০১৯ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর বন্দরবাজার ও জেলরোড ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার প্রতিবাদে নগরীর জেলরোডে শনিবার (৩০ মার্চ) দুপুর ২টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বন্দরবাজার ও জেলরোড ব্যবসায়ী সমিতির সভাপতি এ কে এম সাইফুদ্দিন লিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ও সিলেট চেম্বারের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইফতেখার আহমদ সুহেল, সমিতির উপদেষ্টা হাজী ফজলুর রহমান, হাজী খলিলুর রহমান, সিনিয়র সহ সভাপতি খলিউল্লাহ দিলীপ, সাধারণ সম্পাদক শাহিদ হোসেন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য আব্দুল মুহিত আরিফ সহ বন্দরবাজার ও জেলরোডে সকল ব্যবসায়ীবৃন্দ।

সভায় বক্তারা বলেন- জেলরোড-বন্দরবাজার সড়কে সবসময় যানজট থাকে। লেগুনা স্ট্যান্ডের কারণে ব্যবসায়ীদের মারাত্মক সমস্যা হয়। তারা বলেন- জেলরোড বন্দরবাজার লেগুনা যাত্রী উঠানামা, পার্কিং নিষেধ, লেগুনা স্ট্যান্ড অন্য জায়গায় স্থানান্তর করা, যানযটমুক্ত করতে হবে। অন্যথায় ব্যবসায়ীরা তীব্র আন্দোলনের ডাক দেবে।

এসময় তারা এসব দাবি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে তুলে ধরেন। তখন তাদের দাবির প্রেক্ষিতে মেয়র দুদিনের সময় নেন। এর মধ্যে ব্যবসায়ীদের দাবি পূরণ করার আশ্বাস প্রদান করেন মেয়র।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031