শিরোনামঃ-

» সংস্কৃতি প্রতিমন্ত্রীকে জাতীয় লোকনাট্যোৎসবের উৎসব স্মারক দিলেন রজত কান্তি গুপ্ত

প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০১৯ | বুধবার

স্টাফ রিপোর্টারঃৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’কে অতিসম্প্রতি অনুষ্ঠিত নাট্যমঞ্চ জাতীয় লোকনাট্যোৎসবে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতার জন্য উৎসব স্মারক তুলে দেন নাট্যমঞ্চ সিলেট এর সভাপতি ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

বুধবার (৬ ফেব্রুয়ারী) বেলা দেড়টায় সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে সাক্ষাতের সময় তিনি এটি তুলে দেন। রজত কান্তি গুপ্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী মহোদয়কে সিলেটের নাট্য ও সংস্কৃতি অঙ্গনের কথা তুলে ধরেন এবং সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

এসময় নাট্য পরিষদের প্রকাশিত বিভিন্ন সময়ের স্মারকও সংস্কৃতি প্রতিমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। সংস্কৃতি মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে উৎসবের সফলতা কামনা করেন।

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ১৫ দিনব্যাপী মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনী শুরু হবে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৮ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728