শিরোনামঃ-

» সিলেট-২ আসনে মোকাব্বির খানের বিজয়

প্রকাশিত: ৩০. ডিসেম্বর. ২০১৮ | রবিবার

সিলেট বাংলা নিউজ বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেট-২ বিশ্বনাথ ও ওসমানীনগর আসনে সতন্ত্র প্রার্থী গনফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান সুর্য প্রতিক নিয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন।তিনি হেভিওয়েট প্রার্থী বিশ্বনাথ উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমানকে হারিয়ে প্রায় অর্ধলক্ষ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তিনি প্রায় ৩৮ হাজার ৯ শত ৭১ ভোট বেশী পেয়ে নির্বাচিত হন।
তার প্রাপ্ত ভোট ৬৯ হাজার ৪ শত ২০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহিবুর রহমান পেয়েছেন ৩০ হাজার ৪ শত ৪৯ ভোট।
নিখোঁজ ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা`র প্রার্থীতা স্থগিত হওয়ায় মাত্র দুই দিন আগে মোকাব্বির খানকে সমর্থন দেয় স্থানীয় বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ নিখোঁজ এম ইলিয়াস আলীর পরিবার।
সংবাদ সম্মেলন করে তারা সমর্থন করে বিষয়টি ভোটারদের জানিয়ে দেন।
এলাকার নতুন মূখ হওয়ার পরও মাত্র  দুই দিন সময়ে সিলেট-২ আসনের সতন্ত্র প্রার্থী মোকাব্বির খান বিজয় লাভ করেন।
আর এর পেছনে নেপথ্যের কারিগর ছিলেনে সিলেট জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক ও সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক এম. আছকির আলী।
মাত্র একদিন নির্বাচনী মাঠে সুর্য প্রতিকে ভোট দিয়ে তার ভাই এম ইলিয়াস আলী নিখোঁজের জবাব দেওয়ার জন্য আহবান জানিয়ে ঝাঁঝালো বক্তব্য দেন। তার কারিশমায় এ বিজয় আসে বলে মনে করছেন সাধারণ মানুষ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031