শিরোনামঃ-

» তরিকুল ইসলামের মৃত্যুতে ব্যারিস্টার এম. এ সালামের শোক

প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০১৮ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ, তরিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এম. এ সালাম।

রবিবার (৪ নভেম্বর) এক বার্তায় তিনি বলেন, তরিকুল ইসলামের মতো আপাদমস্তক জনদরদী রাজনীতিবিদ হারিয়ে শোকাতর দল-মত নির্বিশেষে সকলেই। এরকম একজন জাতীয়তাবাদী রাজনীতিবিদ আর হয়তো জন্ম নিবেনা। অপূর্ণ থেকেই যাবে। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, তরিকুল ইসলামের জন্ম ১৯৪৬ সালের ১৬ নভেম্বর যশোর শহরে। ১৯৬১ সালে যশোর জেলা স্কুল থেকে প্রবেশিকা, ১৯৬৩ সালে এমএম কলেজ থেকে আইএ, ১৯৬৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থনীতিতে বিএ (অনার্স) ও ১৯৬৯ সালে এমএ ডিগ্রি অর্জন করেন।

তরিকুল ইসলাম ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারে প্রথমে সমাজকল্যাণমন্ত্রী এবং পরে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ছিলেন। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে আসার আগে তিনি সহ-সভাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

স্বাধীনতার পর বাম রাজনৈতিক দলে থাকা অবস্থায় জিয়াউর রহমানের ডাকে বিএনপিতে যোগ দিয়েছিলেন তরিকুল ইসলাম।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৬ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031