শিরোনামঃ-

» ‘কারাবন্দিদের সঙ্গে কথা বলার উদ্যোগ নেওয়া হয়েছে’ : আসাদুজ্জামান খান

প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০১৭ | বুধবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন- দেশের প্রত্যেকটি কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হবে।

কারাবন্দিদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা সহ বিনোদনের ব্যবস্থা করা হবে। কারাবন্দিরা যাতে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন মনে না করেন- সে কারণে মোবাইল ফোনে কথা বলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন- বন্দিরা যাতে ভবিষ্যতে কর্ম জীবনে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য তাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা কারাগারে উদ্বোধন করা গার্মেন্টস বন্দিরাই চালাবেন। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও এই সুবিধা সংবলিত ইউনিট গড়ে তোলা হবে।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের জন্য নবনির্মিত গার্মেন্টস ইন্ড্রাস্ট্রি এবং জামদানি উৎপাদন কেন্দ্র ‘রিজিলিয়ান্স’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- কারাগারের ভেতরে মাদক সহ অবৈধ কোন জিনিস যাতে ঢুকতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য কারারক্ষীদের বিশেষ প্রশিক্ষণ ও গেটে স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। এর ফাঁক ফোকর দিয়ে দুই একটি জিনিস ঢুকে গেলেও আমরা এই ব্যাপারে সতর্ক রয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর (বীর প্রতীক), সেলিম ওসমান, শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবু, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মেদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ উদ্বোধন করেন- এবং সেখানে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৮ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031