শিরোনামঃ-

» বিডি ক্লিন সিলেট’র প্রথম মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০১৭ | রবিবার

মো. জাকারিয়া আহমদ, দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ বিডি ক্লিন সিলেট এর প্রথম মিলনমেলা শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নগরীর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মিলনমেলায় ভলান্টিয়ার রেজিস্ট্রেশন এবং বিডি ক্লিন-সিলেট এর সদস্যদের মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

বিডি ক্লিন- সিলেট এর বিভাগীয় সমন্বয়ক যুবায়ের সাইফুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিনিয়র সদস্য আবুল আহাদ তারেক, মাহবুব আহমেদ ও মো. আরিফুর রহমান। টিমলিডার- রাসেল মিয়া, জাহিদুল আবেদীন সাজন, মো. জাকারিয়া আহমদ সহ সকল সদস্যবৃন্দ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- বিডি ক্লিন সিলেট এর সর্বকনিষ্ঠতম (ছয় বছর বয়সী) ডেডিকেটেড স্বেচ্ছাসেবী ওয়ালী-উল্লাহ মোহাম্মদ আবিদ।

“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই শ্লোগানকে সামনে রেখে এক ঝাক তরুণ ঝাড়ু হাতে নেমে পড়েছে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।

যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম বৈশিষ্ট্য।

বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন শুক্রবার কোনও একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ-সরাসরি বা মাইকিংয়ের মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারে পরামর্শ প্রদান করা হবে।

এ ছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে একটি গ্রুপ ছবি ও শপথবাক্য পাঠের মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

বিডি ক্লিন- সিলেট এর ভলান্টিয়ার রেজিস্ট্রেশন চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031