শিরোনামঃ-

» অসহনীয় দুর্ভোগ, অনিয়ম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হয়েছে সিলেট সরকারি পাইলট স্কুলের ভর্তি পরীক্ষা

প্রকাশিত: ২৩. ডিসেম্বর. ২০১৭ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ অসহনীয় দুর্ভোগ আর ব্যাপক অনিয়ম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হয়েছে সিলেট সরকারি পাইলট স্কুলের ভর্তি পরীক্ষা। সিলেট তথা সারা বাংলাদেশের মধ্যে অন্যতম প্রাচীন ও খ্যাতনামা স্কুল সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অসহনীয় দুর্ভোগের মধ্য দিযে সমাপ্ত হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে নগরীর কালিঘাটস্থ সিলেট সরকারি পাইলট স্কুল কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা শুরু হয়। তৃতীয় শ্রেণির পরীক্ষা ১ ঘন্টা ও ষষ্ঠ শ্রেণির পরীক্ষা ২ ঘন্টা হওয়ার কথা। কিন্তু তৃতীয় শ্রেণির পরীক্ষা যথা সময়ে শেষ হলেও তাদের আরো অতিরিক্ত ১ ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। কারণ, ষষ্ঠ শ্রেণির পরীক্ষার্থীদের সাথে একসঙ্গে ছুটি দেয়ার জন্য। যা একটি ছোট শিশুর জন্য অতিব কষ্টদায়ক বটে। অধিকাংশ অভিভাবক তাদের শিশু সন্তানকে নিয়ে অনেক দুর দুরান্ত থেকে এসেছেন। অনেকে সকালের নাস্তা পর্যন্ত করতে পারে নাই। ঘুম থেকে উঠে মূখ ধুয়ে সরাসরি পরীক্ষা দিতে এসেছে। কতোটুকু অমানবিক হলে স্কুল কর্তৃপক্ষ তাদের সাথে এ ধরনের আচরণ করতে পারে, তা ভাবার বিষয়।

এদিকে, আদরের শিশু সন্তানকে নিজ আসনে বসিয়ে পিতা-মাতা ও অভিভাবকবৃন্দ পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষা কেন্দ্র ত্যাগ করে স্কুল গেইটের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। হাজারো মানুষের ভীড়ে শহরের অতি ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মানুষের ভীড়ের মাঝেই চলছে মালবাহী ট্রাক, ভ্যান গাড়ী, রিক্সা, মোটর সাইকেল, সাইকেল ইত্যাদি যান চলাচলের কারণে অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

১৮৩৬ সালে প্রতিষ্ঠিত এ প্রাচীণতম স্কুলের ঐতিহ্যকে ধরে রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুনজর ও সুদৃষ্ঠি কামনা করেন অভিভাবক মহল। তাঁরা মনে করেন- এ স্কুলের আগমন-নির্গমনের পথ পরিবর্তন করে বিকল্প পথ সৃষ্টি করলে অভিভাবক ও সাধারন জনগনের ভোগান্তি যথেষ্ট পরিমাণ লাঘব হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031